দীপ্সিতা ধর লোকসভা নির্বাচনের ফলাফল 2024
বামেদের অন্যতম তরুণ মুখ দীপ্সিতা ধর। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রীর রাজনীতিতে পরিচিতি হয় ছাত্র আন্দোলনের পথ ধরেই। কলকাতার আশুতোষ কলেজ থেকে রাজনীতি শুরু করা দীপ্সিতা বর্তমানে বামেদের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়া (SFI)-এর সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা। এর আগে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বালি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন তিনি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে বামেদের টিকিটে লড়ছেন তিনি।
হাওড়ায় জন্ম দীপ্সিতার। কলকাতার আশুতোষ কলেজে ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন তিনি। এরপর উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে। বর্তমানে ভূগোল নিয়ে পিএইচডি করছেন তিনি।
আশুতোষ কলেজে পড়াকালীন এসএফআই-এর সদস্য হন দীপ্সিতা। কলেজ ইউনিটের প্রেসিডেন্টও হন তিনি। ২০১৩ সাল থেকে জেএনইউ-তে এসএফআই-এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করেন তিনি। ২০১৫-তে জেএনইউ-র এসএফআই ইউনিটের সেক্রেটারি হন তিনি। পরবর্তীতে এসএফআই-এর অল ইন্ডিয়া গার্লস স্টুডেন্ট সাব কমিটির কনভেনারও করা হয় তাঁকে।
বিভিন্ন ইস্যুতে বারবার আন্দোলনে সরব হয়েছেন তিনি। মহিলাদের ওপর অত্যাচার, হেনস্থা থেকে শুরু করে একাধিক ইস্যুতে সরব হয়েছেন তিনি। তিনি নিজেই এগিয়ে গিয়ে সমর্থন করেছেন এলজিবিটি অন্তর্ভুক্তদের।
বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী রাণা চট্টোপাধ্যায় ও বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার প্রতিপক্ষ হিসেবে লড়াই করেন। বাড়ি বাড়ি গিয়ে, মানুষের সঙ্গে কথা বলে ভোটের প্রচার সেরেছিলেন তিনি। ওই কেন্দ্রে জয়ী হন তৃণমূল প্রার্থী। ২২ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন দীপ্সিতা।
দীপ্সিতা রাজনৈতিক পরিবারের মেয়ে। তাই তাঁর রাজনীতিতে পা দেওয়া স্বাভাবিক বলেই মনে করেন তাঁর পরিবারের সদস্যরাও। ডোমজুড়ে তিনবারের বিধায়ক পদ্মনিধি ধরের নাতনি দীপ্সিতা।