সৃজন ভট্টাচার্য লোকসভা নির্বাচন প্রার্থী 2024

সৃজন ভট্টাচার্য  লোকসভা নির্বাচন প্রার্থী 2024
Jadavpur সিপিআইএমএলএনসিপিআইএমএলএন

কলকাতা: শেষ বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন সিঙ্গুর থেকে। লড়েছিলেন তৃণমূলের বেচারাম মান্না, বিজেপির রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। তবে জয় আসেনি। এবার সেই সৃজন ভট্টাচার্যই লড়ছেন লোকসভা নির্বাচনে। যাদবপুর লোকসভা কেন্দ্রে তাঁকে টিকিট দিয়েছে দল। সৃজন নিজেও এই লোকসভা কেন্দ্রেরই বাসিন্দা। ছোট থেকে কলকাতাতেই বড় হয়েছেন সৃজন। বাড়ি হালতুর কায়স্থপাড়ায়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দলীয় প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

প্রসঙ্গত, কিছুদিন আগেই এসএফআই থেকে সরে আসেন সৃজন, প্রতীকউর রহমানরা। দীর্ঘদিন এসএফআইয়ের রাজ্য সম্পাদকের দায়িত্ব ছিল সৃজনের কাঁধে। রাজ্য সভাপতির দায়িত্ব ছিল প্রতীকউরের কাঁধে। তাঁর পর থেকেই সৃজনের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে কোন আসন থেকে তিনি দাঁড়াতে পারেন সে বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। 

একুশের বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বলছে, নানা জায়গায় বিনিয়োগ ও ব্যাঙ্কে থাকা টাকার অঙ্ক মিলিয়ে তাঁর হাতে থাকা মোট সম্পদের পরিমাণ ১৭ লক্ষ ৩৯ হাজার ৯ টাকা। সেখানে তাঁর স্ত্রীর হাতে আছে ২ লক্ষ ৮১৭ টাকা। ২০১০ সালে মাধ্যমিক পাশ করেন সৃজন। বারো সালে উচ্চমাধ্যমিক। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে হাতেখড়ি। শুরু থেকেই পথ চলা ভারতের ছাত্র ফেডারশনের সঙ্গে। পরবর্তীতে ২০১৫ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। যাদবপুর থেকেই স্নাতকোত্তর পাশ করেন ২০১৭ সালে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই নানা আর্থ-সামাজিক ইস্যুর আঙ্গিকে চলা আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে সৃজনকে। তবে শুধু ক্যাম্পাস রাজনীতি নয়, ছাত্র জীবন থেকেই মাঠে ময়দানে নেমে বাম রাজনীতিতে হাত পাকান সৃজন। ছাত্র সংগঠনের পাশাপাশি দলের মূল সংগঠনেও বাড়তে থাকে গ্রহণ যোগ্যতা। সিপিএমের হোলটাইমার হিসেবে মাসে ৫ হাজার টাকা ভাতা পান তিনি।

একুশের বিধানসভা নির্বাচনে হার মানতে হলেও রাজনীতির ময়দানে ফের তিনি ফিরে এসেছেন নতুন উদ্যোমে। টিভি চ্যানেলের টক শো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সবক্ষেত্রেই বামেদের সরকারি বিরোধী মুখ হিসাবে উঠে এসেছেন। নবান্ন অভিযানে যেমন খেয়েছেন পুলিশের মার তেমনই চাকরিপ্রার্থীদের আন্দোলনেও বারেবারে পাশে দাঁড়াকে দেখা গিয়েছে তাঁকে। বিধানসভা ভোটে লড়ার অভিজ্ঞতা থাকলেও লোকসভায় এই প্রথম দাঁড়াচ্ছেন সৃজন। এখন দেখার যাদবপুরের মানুষ কতটা গ্রহণ করেন যাদবপুরের এই প্রাক্তনীকে।

Phase Date State Seat
1 April 19, 2024 21 102
2 April 26, 2024 13 89
3 May 07, 2024 12 94
4 May 13, 2024 10 96
5 May 20, 2024 8 49
6 May 25, 2024 7 57
7 Jun 01, 2024 8 57
Full Schedule

ভোটের খবর ২০২৪

কংগ্রেসের ভোটের খরচ কি একাই দিতে পারেন রাহুল গান্ধী? কত টাকা আছে তাঁর?
কংগ্রেসের ভোটের খরচ কি একাই দিতে পারেন রাহুল গান্ধী? কত টাকা আছে তাঁর?
Update: সংবিধান বদলানোর পাপ করতে চাইলে, আগেই করতে পারতাম: মোদী
Update: সংবিধান বদলানোর পাপ করতে চাইলে, আগেই করতে পারতাম: মোদী
ভোট জেহাদ! 'ইন্ডি' জোটের উদ্দেশ্য বিপজ্জনক: প্রধানমন্ত্রী মোদী
ভোট জেহাদ! 'ইন্ডি' জোটের উদ্দেশ্য বিপজ্জনক: প্রধানমন্ত্রী মোদী
৪০০ মহিলার ধর্ষকের জন্য ভোট চেয়েছেন মোদী, ক্ষমা চাইতে হবে: রাহুল
৪০০ মহিলার ধর্ষকের জন্য ভোট চেয়েছেন মোদী, ক্ষমা চাইতে হবে: রাহুল
'২ খেলোয়াড় জেলে, আম্পায়ার বেছে নিয়ে ম্যাচ ফিক্সিং করছেন মোদী'
'২ খেলোয়াড় জেলে, আম্পায়ার বেছে নিয়ে ম্যাচ ফিক্সিং করছেন মোদী'
চতুর্থ পর্বের ভোটে পাঠান বনাম অধীর, মহুয়া বনাম রাজমাতা!
চতুর্থ পর্বের ভোটে পাঠান বনাম অধীর, মহুয়া বনাম রাজমাতা!
তৃতীয় পর্বের ভোটে পরীক্ষায় 'গনি ম্যাজিক', ছাপ ফেলতে পারবেন সেলিম?
তৃতীয় পর্বের ভোটে পরীক্ষায় 'গনি ম্যাজিক', ছাপ ফেলতে পারবেন সেলিম?
দ্বিতীয় পর্বের ভোটে উত্তরবঙ্গের এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি?
দ্বিতীয় পর্বের ভোটে উত্তরবঙ্গের এই ৩ কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি?
১৯ এপ্রিল প্রথম পর্বের ভোটের গেরুয়া দুর্গে ফাটল ধরাতে পারবে তৃণমূল?
১৯ এপ্রিল প্রথম পর্বের ভোটের গেরুয়া দুর্গে ফাটল ধরাতে পারবে তৃণমূল?