সৃজন ভট্টাচার্য লোকসভা নির্বাচনের ফলাফল 2024

সৃজন ভট্টাচার্য লোকসভা নির্বাচনের ফলাফল 2024
যাদবপর CPMCPM
Lost

কলকাতা: শেষ বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন সিঙ্গুর থেকে। লড়েছিলেন তৃণমূলের বেচারাম মান্না, বিজেপির রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। তবে জয় আসেনি। এবার সেই সৃজন ভট্টাচার্যই লড়ছেন লোকসভা নির্বাচনে। যাদবপুর লোকসভা কেন্দ্রে তাঁকে টিকিট দিয়েছে দল। সৃজন নিজেও এই লোকসভা কেন্দ্রেরই বাসিন্দা। ছোট থেকে কলকাতাতেই বড় হয়েছেন সৃজন। বাড়ি হালতুর কায়স্থপাড়ায়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দলীয় প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

প্রসঙ্গত, কিছুদিন আগেই এসএফআই থেকে সরে আসেন সৃজন, প্রতীকউর রহমানরা। দীর্ঘদিন এসএফআইয়ের রাজ্য সম্পাদকের দায়িত্ব ছিল সৃজনের কাঁধে। রাজ্য সভাপতির দায়িত্ব ছিল প্রতীকউরের কাঁধে। তাঁর পর থেকেই সৃজনের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে কোন আসন থেকে তিনি দাঁড়াতে পারেন সে বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছিল না। 

একুশের বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বলছে, নানা জায়গায় বিনিয়োগ ও ব্যাঙ্কে থাকা টাকার অঙ্ক মিলিয়ে তাঁর হাতে থাকা মোট সম্পদের পরিমাণ ১৭ লক্ষ ৩৯ হাজার ৯ টাকা। সেখানে তাঁর স্ত্রীর হাতে আছে ২ লক্ষ ৮১৭ টাকা। ২০১০ সালে মাধ্যমিক পাশ করেন সৃজন। বারো সালে উচ্চমাধ্যমিক। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে হাতেখড়ি। শুরু থেকেই পথ চলা ভারতের ছাত্র ফেডারশনের সঙ্গে। পরবর্তীতে ২০১৫ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। যাদবপুর থেকেই স্নাতকোত্তর পাশ করেন ২০১৭ সালে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই নানা আর্থ-সামাজিক ইস্যুর আঙ্গিকে চলা আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে সৃজনকে। তবে শুধু ক্যাম্পাস রাজনীতি নয়, ছাত্র জীবন থেকেই মাঠে ময়দানে নেমে বাম রাজনীতিতে হাত পাকান সৃজন। ছাত্র সংগঠনের পাশাপাশি দলের মূল সংগঠনেও বাড়তে থাকে গ্রহণ যোগ্যতা। সিপিএমের হোলটাইমার হিসেবে মাসে ৫ হাজার টাকা ভাতা পান তিনি।

একুশের বিধানসভা নির্বাচনে হার মানতে হলেও রাজনীতির ময়দানে ফের তিনি ফিরে এসেছেন নতুন উদ্যোমে। টিভি চ্যানেলের টক শো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সবক্ষেত্রেই বামেদের সরকারি বিরোধী মুখ হিসাবে উঠে এসেছেন। নবান্ন অভিযানে যেমন খেয়েছেন পুলিশের মার তেমনই চাকরিপ্রার্থীদের আন্দোলনেও বারেবারে পাশে দাঁড়াকে দেখা গিয়েছে তাঁকে। বিধানসভা ভোটে লড়ার অভিজ্ঞতা থাকলেও লোকসভায় এই প্রথম দাঁড়াচ্ছেন সৃজন। এখন দেখার যাদবপুরের মানুষ কতটা গ্রহণ করেন যাদবপুরের এই প্রাক্তনীকে।

নামSrijan Bhattacharya বয়স31 বছর লিঙ্গ পুরুষ লোকসভা কেন্দ্র যাদবপর
অপরাধমূলক মামলা Yes (6) মোট সম্পত্তি ₹ 1.5Crore মোট ঋণ ₹ 0 শিক্ষাগত যোগ্যতাPost Graduate
All the information available on this page has been provided by Association for Democratic Reforms (ADR) | MyNeta and sourced from election affidavits available in the public domain of Election Commission of India ADRMy Neta

লোকসভার ধাক্কা থেকে বদলাচ্ছে সুর? এক্সিট পোলের বাজারে ঘোর মন্দা?

Exit Poll: লোকসভা ভোট, এমনকি কয়েক মাসে আগে দু- রাজ্যে ভোটের সময় পোল এজেন্সিগুলি বুক ফুলিয়ে অনেক দাবি করেছিল। ভোটে ফলাফলে সেসব ধসে যাওয়াতেই কী তাঁদের সুর বদলে গেল? চলছে চাপানউতোর।

উপনির্বাচনে বড় ষড়যন্ত্রের ছক, গোপন তথ্য হাতে পেতেই কমিশনে ছুটল TMC

Bye Election: ৬ কেন্দ্রে উপনির্বাচন যাতে অবাধে ও শান্তিপূর্ণভাবে হয়, তার জন্যই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যাচ্ছে শাসক দল। আজ সকাল সাড়ে দশটা নাগাদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন শশী পাঁজা, কুণাল ঘোষ ও জয় প্রকাশ মজুমদার।

উপভোটে ‘বামেদের’ ভরসা বিজেপির, কাজ করছে ঠিক কোন সমীকরণ?

BJP-Left: একুশের নির্বাচনে সিতাইয়ে জিতেছিলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সাংসদ হওয়ার পর বিধায়ক পদ ছেড়ে দেন তিনি। অন্যদিকে একুশের নির্বাচনে মাদারিহাট থেকে জিতেছিলেন বিজেপির মনোজ টিগ্গা।

ওয়েনাড়ে কঠিন লড়াই প্রিয়ঙ্কার, দাপুটে এই নেত্রীকেই প্রার্থী করল BJP

Wayanad By-Election: কোঝিকোড় পুর নিগমের দু'বারের কাউন্সিলর নব্য়া হরিদাস। এর আগে তিনি ২০২১ সালের কেরল বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন, কিন্তু কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। এবার তাঁর সামনে বড় পরীক্ষা। সরাসরি কংগ্রেসের গান্ধী পরিবারের  সদস্যের বিরুদ্ধেই লড়বেন তিনি।

নিজের গড় অধীর কেন বাঁচাতে পারলেন না? সনিয়ার কাছে দিলেন ব্যাখ্যা

Adhir Ranjan Chowdhury-Sonia Gandhi: কংগ্রেসের গড় বলে পরিচিত বহরমপুরেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছেন কংগ্রেসের পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এবার নির্বাচনী পরাজয়ের কারণ এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বে রদবদল নিয়ে সনিয়া গান্ধীর বাসভবনে বৈঠকে বসলেন অধীর রঞ্জন চৌধুরী। 

মানুষের মন পড়তে চাইছে 'শূন্য' সিপিএম, ইমেলে চাইল মতামত

CPIM seeks opinion from people: চলতি বছরের শুরুতে ব্রিগেডে বামেদের সভায় উপচে পড়েছিল ভিড়। কিন্তু, ভোটবাক্সে তার প্রতিফলন দেখা যায়নি। এর কারণ কী? তারই অনুসন্ধানে নেমে মানুষের মন বুঝতে চাইছে সিপিএম। নির্বাচনী পর্যালোচনায় তাঁদের মতামত জানাতে ইমেল করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে।

৭ লক্ষ ভোটে জিতেও এই ৪ জায়গায় দাঁত ফোটাতে পারলেন না অভিষেক, কেন ?

Diamond Harbour Lok Sabha Result: ভোটের ফল পর্যালোচনা করতে গিয়ে দেখা যায়, ডায়মন্ড হারবার পুরসভার ২, ৬, ৯ এবং ১১, এই চারটি ওয়ার্ডে শাসকদলের থেকে বেশি ভোট পেয়েছে বিজেপি। ডায়মন্ড হারবার পুরসভায় মোট ১৬টি ওয়ার্ড। ওই চারটি বাদ দিয়ে বাকি ১২টি ওয়ার্ডে অবশ্য এগিয়ে তৃণমূল।

অভিষেক গড়ে দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে BJP-র প্রতিনিধি দল

BJP: আমতলায় দলীয় কর্মী-সমর্থকদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাস্তায় চলল বিক্ষোভ। বিক্ষুব্ধরা সকলেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামী বলে খবর।

জোড়া ফুলের মতো পদ্ম ফুলেও পিছু ছাড়ছে না ‘অন্তর্ঘাত’ কাঁটা?

TMC-BJP: সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে রাজ্যে ২৯টি আসনে জিতে বিজয় পতাকা উড়িয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে সবুজ আবির উড়ছে। তবে এই জয়ের পথটা মোটেই সহজ ছিল না। প্রতিপক্ষ বিজেপি বেশ কড়া টক্কর দিতেই নেমেছিল ভোটের ময়দানে। অন্যদিকে তৃণমূলের অন্দরে বেশকিছু সিগন্যাল পাওয়া যাচ্ছিল। কোন্দলের সিগন্যাল।

না না করেও ভোট ময়দানে, ওয়েনাড নিয়ে কী বলছেন প্রিয়ঙ্কা?

Priyanka Gandhi Vadra: একসময় রাহুলের নেতৃত্বে পরপর নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর প্রিয়ঙ্কার হাতে দায়িত্ব তুলে দেওয়ার দাবিও উঠেছিল কংগ্রেসের অন্দরেই। বিভিন্ন জায়গায় পোস্টারও পড়েছিল। বছর পাঁচেক আগে উত্তর প্রদেশে দলের হাল ধরার জন্য প্রিয়ঙ্কাকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু, ভোট ময়দানে নামার ব্যাপারে প্রিয়ঙ্কার আগ্রহ দেখা যায়নি।

ভোটের খবর ২০২৪