TV9 বাংলা: কথায় বলে ‘মর্নিং শোজ় দ্য ডে’ গণনা শুরু প্রথম ঘণ্টাতেই মিলল আভাস। সকাল সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে উড়তে শুরু করল সবুজ আবির। শুরু হয়ে গিয়েছে তৃণমূল কর্মীদের বিজয়োল্লাস। তারই মধ্যে বেশ কয়েকটি জায়গায় ফুটল পদ্মও। সকাল ৯টা পর্যন্ত প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, তৃণমূল এগিয়ে রয়েছে ৩১ টি পৌরসভায়। মুর্শিদাবাদ পুরসভার ১৪ এবং ১২ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী। খড়দহ ৪ নম্বর ওয়ার্ড বিজেপির দখলে। মালবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী । খড়্গপুরের ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারটি পৌরসভায় জয়ী হয়েছিল তৃণমূল। দিনহাটা, সাঁইথিয়া, সিউড়ি, বজবজ- এই চার পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল৷ বাকি ১০৪ পুরসভার ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ। গণনার শুরুর প্রথম দিকেই দেখা যায়, এগিয়ে রয়েছে তৃণমূল।
দিনের শুরুতেই ছবিটা খানিকটা স্পষ্ট হয়ে যায়। দিকে দিকে উড়তে থাকে সবুজ আবির। ৷ কলকাতা পুরসভা, চার পুরনিগমে তৃণমূলের একপেশে জয় পেয়েছে ঘাসফুল। এদিনের সকালের প্রাথমিক ট্রেন্ড যা, তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সবুজ ঝড় ওঠা সময়ের অপেক্ষা।
মদন মিত্রের এলাকা কামারহাটি পুরসভাতে ৩৫ টা আসনে মধ্যে ৩২ টা আসনে এগিয়ে তৃণমূল, সিপিএম এগিয়ে ২ টিতে নির্দল এগিয়ে ১ টিতে। পানিহাটিতে ৩৫ টি আসনের মধ্যে ৩৫ টি আসনেই এগিয়ে তৃনমূল। অর্জুন গড় ভাটপাড়া পুরসভার ৩৫ টার মধ্যে ৩৩ টায় এগিয়ে তৃণমূল। টিটাগড়, বারাকপুর, উত্তর বারাকপুর, গারুলিয়া, ভাটপাড়া, নৈহাটি, হালিশহর, কাঁচরাপাড়া পুরসভায় প্রথম রাউন্ড গণনায় এগিয়ে তৃণমূল। বারাকপুর পুরসভা ভোট গণনায় দ্বিতীয় বামফ্রন্ট, বাকি সব পুরসভা ভোট গণনায় দ্বিতীয় স্থানে বিজেপি।
আরও পড়ুন: LIVE: ঘাসফুলের ভিড়ে একাধিক ওয়ার্ডে ফুটছে পদ্ম, তৃণমূলের দখলে মেখলিগঞ্জ
আরও পড়ুন: তৃণমূল পার্টি অফিস থেকে ব়্যাফের পোশাক পরে সন্ত্রাস চালিয়েছে নেতারা, বিস্ফোরক শুভেন্দু