Dinesh Mongia joins BJP: পঞ্জাবে ভোটের মুখে পদ্মে যোগ দীনেশ মোঙ্গিয়ার

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 28, 2021 | 6:14 PM

Punjab Assembly Election 2022: গুঞ্জন কাটিয়ে পদ্মের উত্তরীয় গলায় পরলেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া। শুরু করলেন নিজের দ্বিতীয় ইনিংস।

Dinesh Mongia joins BJP: পঞ্জাবে ভোটের মুখে পদ্মে যোগ দীনেশ মোঙ্গিয়ার
বিজেপিতে যোগ দিলেন দীনেশ মোঙ্গিয়া (ছবি -এএনআই)

Follow Us

চণ্ডীগঢ়: মাস খানেক পরেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election, 2022) রয়েছে। প্রতিটি রাজনৈতিক দলই নিজের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে। ক্রমেই তপ্ত হচ্ছে পঞ্জাবের রাজনীতির বাতাবরণ। আর এরই মধ্যে আজ দুপুরে হঠাৎ, বিজেপির দিল্লি অফিসে দেখা যায় ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়াকে (Former Cricketer Dinesh Mongia)। জল্পনা তখন থেকেই শুরু হয়েছিল। শুরু হয়েছিল চাপা গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জন কাটিয়ে পদ্মের উত্তরীয় গলায় পরলেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া। শুরু করলেন নিজের দ্বিতীয় ইনিংস। পঞ্জাব ভোটের ঠিক আগেই দীনেশ মোঙ্গিয়ার পদ্ম শিবিরের পায়ের তলার মাটি আরও শক্ত করবে।

দীনেশ মোঙ্গিয়া বিজেপিতে যোগ দেওয়ার পাশাপাশি, পঞ্জাবের তিন বিধায়ক – ফতেহ জং বাজওয়া, বলবিন্দর সিং লাড্ডি এবং রাণা গুরমিত সোধিও মঙ্গলবার বিজেপিতে যোগ দেন।

ভোটের আগে আরও শক্তি বাড়াচ্ছে বিজেপি

উল্লেখ্য, ২০১৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছিল কংগ্রেস। ৭৭ টি আসন পেয়েছিল তারা। প্রায় এক দশকের অকালি দল-বিজেপির জোট সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠন করেছিল কংগ্রেস। দ্বিতীয় স্থানে উঠে এসেছিল আম আদমি পার্টি। ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় তারা পেয়েছিল ২০ টি আসন। অকালি দল পেয়েছিল ১৫ টি আসন আর বিজেপির দখলে ছিল ৩ টি আসন।

অর্থাৎ, পঞ্জাবে বিজেপি এককভাবে কোনওদিনই সেভাবে শক্তি পরীক্ষা করেনি। প্রতিবারই অকালি দলের সঙ্গে জোট করেই ভোটে নেমেছিল। কিন্তু এবার অকালি দলের সঙ্গে বন্ধুত্ব ছিন্ন হয়েছে। এই পরিস্থিতিতে অবশ্য নতুন বন্ধু পেয়েছে পদ্ম শিবির। অমরিন্দরকে পাশে পাচ্ছে বিজেপি। এই পরিস্থিতিতে ক্রিকেট জগতে পঞ্জাবের অন্যতম পরিচিত মুখ দীনেশ মোঙ্গিয়ার বিজেপিতে যোগদান, স্বাভাবিকভাবে পদ্মকে বাড়তি শক্তি জোগাবে।

নির্বাচনের আগে প্রাক্তন ক্রিকেটারদের রাজনৈতিক দলে যোগ দেওয়া অস্বাভাবিক কিছু নয়। ২০১৯ সালের নির্বাচনের আগে, প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর বিজেপিতে যোগ দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি আম আদমি পার্টির প্রতিদ্বন্দ্বী অতীশিকে হারিয়ে প্রায় পাঁচ লাখ ভোটে জিতেছিলেন।

কংগ্রেসের জন্য কঠিন লড়াই

পঞ্জাবে ক্ষমতাসীন কংগ্রেসের জন্য আসন্ন নির্বাচনী লড়াই বেশ কঠিন হতে পারে। গত নির্বাচনে অনেকটা সহজেই জিতে এসেছিল কংগ্রেস। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কংগ্রেস ত্যাগের পর, কংগ্রেসকে যথেষ্টই নড়বড়ে দেখাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অমরিন্দর সিংয়ের নতুন দল পঞ্জাব লোক কংগ্রেস ইতিমধ্যেই বিজেপি এবং সুখদেব সিং ধীন্ডসার ফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

আরও পড়ুন : Doctors Protest in Delhi: চিকিৎসক-পুলিশ খণ্ডযুদ্ধে থমকে রাজধানীর স্বাস্থ্য পরিষেবা, প্রতিবাদে সামিল দিল্লি এইমসও

আরও পড়ুন : Kanhaiya Kumar: ওড়িশাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা শাসনব্যবস্থা পরিচালিত হয় না, অভিযোগ কানহাইয়া কুমারের

Next Article