Municipal Elections 2022 : কিছুটা হাফ ছেড়ে বাঁচল বিজেপি, পুরভোটে পোলিং এজেন্ট নিয়ে নয়া নির্দেশিকা কমিশনের
State Election Commission : পোলিং এজেন্ট নিয়ে বড় ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আসন্ন পুরভোটে পোলিং এজেন্টের বিষয়ে কিছুটা নমনীয় হল কমিশন।
কলকাতা : সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের বাকি পুরসভার নির্বাচনের (Municipal Elections 2022) দিনক্ষণ। আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮ টি পৌরসভায় নির্বাচন হবে। বাকি থাকা ৪ পৌরনিগমেও ১২ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা। এই আবহে পুরভোটে এজেন্ট নিয়ে বড় ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। আসন্ন পুরভোটে এজেন্ট কিছুটা শিথিল হল কমিশন। সোমবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিরোধীরা গত নির্বাচন ঘিরে দাবি তুলেছিল ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্ট দেওয়া হোক। অর্থাৎ, একটি ওয়ার্ডের মধ্যে বিভিন্ন ভোটকেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বুথে দলের এজেন্টের উপস্থিতির ক্ষেত্রে ওয়ার্ডের বাসিন্দাদের বসতে দেওয়ার দাবি তুলেছিল বিরোধীরা। কিন্তু কলকাতার পুরভোটে তা মানা হয়নি। কোনও পোলিং বুথে থাকতে পারতেন একমাত্র সেই বুথের বাসিন্দাই। কিন্তু আগামী পুরভোটে কমিশন ভোট গ্রহণ কেন্দ্রের ভোটারদের এজেন্ট হিসেবে ছাড় দিল। যেসব ভোটগ্রহণ কেন্দ্রে একের বেশি বুথ সেখানে এজেন্ট ভোটগ্রহণ কেন্দ্রের হলেই হবে। তাঁকে বাধ্য়তামূলকভাবে সেই বুথেরই বাসিন্দা হতে হবে না। তবে বিরোধীদের দাবি পুরোপুরি না মানলেও কিছুটা ছাড় পেল বিরোধীরা। বুথ পেরিয়ে ভোটকেন্দ্রের বাসিন্দারা পোলিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন।
গত কলকাতা পৌরনিগমের নির্বাচনে দেখা গিয়েছে, বিজেপি একাধিক বুথে তাদের পোলিং এজেন্ট দিতে পারেনি। সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের সাংগঠনিক দুর্বলতা এবং কমিশনের নির্দেশিকা। যা নিয়ে শাসক দল তৃণমূলের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল গেরুয়া শিবিরকে। তবে এদিনের কমিশনের নির্দেশিকায় কিছুটা হাফ ছেড়ে বাঁচল বিজেপি। এর আগে ২ ফেব্রুয়ারি সর্বদল বৈঠক ডাকা হয়েছিল কমিশনের তরফে। সেই বৈঠকে রাজনৈতিক দলগুলোর তরফে দাবি জানানো হয়েছিল যাতে পোলিং এজেন্ট বসানো সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়। সেই দাবির ভিত্তিতেই পোলিং এজেন্ট সংক্রান্ত বিধিনিষেধ আংশিকভাবে শিথিল করল রাজ্য নির্বাচন কমিশন। এর আগে কোভিডের কথা মাথায় রেখে গত নভেম্বরে নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে বলেছিল, কোনও বুথের পোলিং এজেন্টকে সেই বুথেরই ভোটার হতে হবে। নয়া নির্দেশিকা জেলা পৌর নির্বাচন আধিকারিক এবং জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলকেও এই নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে.
উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারিই রয়েছে ১০৮ পুরসভার ভোট। তার আগে আগামী ১২ ফেব্রুয়ারি আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগরের পুরনিগমে ভোট হবে। জানুয়ারি মাসেই এই চারটি পুরনিগমে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ওমিক্রন ত্রাসের মধ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে পিছিয়ে যায় ভোট। সেই চারটি পৌরনিগমেও আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা