Mamata Banerjee: ‘ভবিষ্যতে উত্তর প্রদেশেও লড়ব’, কবে লড়বেন? জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Feb 02, 2022 | 7:17 PM

Mamata Banerjee: অখিলেশের সঙ্গে মমতার সম্পর্ক বরাররই ভাল। কালীঘাটে মমতা বাড়িতে দেখাও করতে এসেছিলেন অখিলেশ। ২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন জানিয়ে কোনও প্রার্থী দেয়নি সমাজবাদী পার্টি।

Mamata Banerjee: ভবিষ্যতে উত্তর প্রদেশেও লড়ব, কবে লড়বেন? জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
জাতীয় কর্মসমিতির বৈঠক কালীঘাটে (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: দামামা বেজে গিয়েছে, তুঙ্গে প্রচারও। কারণ এক সপ্তাহ পরেই হাইপ্রোফাইল উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Election)। এবারের নির্বাচনে রাজ্য ধরে রাখতে মরিয়া বিজেপি। রোজ বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময়ে সরগরম গোবলয়ের রাজনীতি। কিন্তু বুধবার খানিক আকস্মিকভাবেই উত্তর প্রদেশ নির্বাচনে লড়ার কথা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে না, এবারের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে লড়বে না তৃণমূল। এবার তাদের সমর্থন সমাজবাদী পার্টির দিকে। তবে ২০২৪ লোকসভা নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজ্যে, তৃণমূল যে লড়াই করবে, তা আগেভাগেই জানিয়ে রাখলেন মমতা।

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়া তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও একবার চেয়ারপার্সন নির্বাচিত হন মমতা। সেখানেই উপস্থিত দলীয় সদস্যদের উদ্দেশে কথা বলার সময় বিভিন্ন প্রসঙ্গে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সকলেই জানেন, আগামী ৮ ফেব্রুয়ারি অখিলেশ যাদবের হয়ে প্রচার করতে উত্তর প্রদেশ যাচ্ছেন তৃণমূল নেত্রী। সেই প্রসঙ্গে মমতা এদিন বলেন, “বিজেপির বিরুদ্ধে প্রচার করতে আমি এইমাসের ৮ তারিখ উত্তর প্রদেশ যাব। আমাদের সমর্থন অখিলেশ যাদবর প্রতি রয়েছে। আমি চাই বিধানসভা নির্বাচনে অখিলেশ জিতুক ও বিজেপি পরাজিত হোক। এবারের নির্বাচনে আমরা লড়াই করছি না, তবে আগামী লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে লড়াই করবে তৃণমূল।”

অখিলেশের সঙ্গে মমতার সম্পর্ক বরাররই ভাল। কালীঘাটে মমতা বাড়িতে দেখাও করতে এসেছিলেন অখিলেশ। ২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন জানিয়ে কোনও প্রার্থী দেয়নি সমাজবাদী পার্টি। সম্প্রতি বাংলার নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর অখিলেশ জানিয়ে ছিলেন, মমতা যদি বিরোধীদের পক্ষে থেকে মোদী বিরোধী মুখ হয় তবে অখিলেশের সমর্থন করতে কোনও আপত্তি নেই। রাজনৈতিক মহলের মতে অখিলেশের সঙ্গে থাকা সুসম্পর্কে হাতিয়ার করে উত্তর প্রদেশে পা রাখতে চলেছে তৃণমূল।

এদিন কংগ্রেস প্রসঙ্গে খানিক নরম অবস্থান নিলেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমার দেখে খারাপ লাগে…কংগ্রেস দলটা…কীভাবে কী করে চলেছে! মেঘালয়ে বিজেপিকে জেতানোর পেছনে কংগ্রেসই রয়েছে। আমরা বারবার বলেছিলাম বিজেপির বিরুদ্ধে সকল শক্তিগুলি একত্রিত হোক। কিন্তু, কেউ যদি না বোঝে, যখন কেউ বুঝতে চায় না, তখন আমি রবীন্দ্রনাথকে স্মরণ করি। বলি, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’।”

আরও পড়ুন : MK Stalin Letter : ‘সমতা’ প্রতিষ্ঠার ডাক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর, সাহায্য চেয়ে চিঠি ৩৭ বিরোধী নেতাদের

Next Article