UP Election 2022: অযোধ্যা কিংবা গোরক্ষপুর থেকে ভোটে লড়তে পারেন যোগী, ঘোষণা দু’ একদিনেই

Yogi Adityanath: গোরক্ষপুর হোক বা অযোধ্যা যে আসনেই যোগী আদিত্যনাথ প্রার্থী হোন না কেন, এবার তাঁর ভোটে লড়াই করা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

UP Election 2022: অযোধ্যা কিংবা গোরক্ষপুর থেকে ভোটে লড়তে পারেন যোগী, ঘোষণা দু' একদিনেই
বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক হয়। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2022 | 5:09 PM

লখনউ: আগামী মাসেই উত্তর প্রদেশে নির্বাচন (UP Assembly Election 2022)। তার আগে একের পর এক বিজেপি বিধায়ক দল ছাড়ছেন। জানুয়ারিতে এখনও অবধি ১১ জন বিধায়ক বিজেপি ছেড়েছেন। দলত্যাগীরা জানিয়েছেন, এই তালিকা আরও দীর্ঘ হবে। তবে দলত্যাগের অস্বস্তির মধ্যেই উত্তর প্রদেশ বিধানসভার ১৭২ কেন্দ্রে মুখ ঠিক করতে দফায় দফায় বৈঠকে বসছে বিজেপি (BJP)। বৃহস্পতিবারই প্রার্থী তালিকা নিয়ে একটি বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। সেখানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সূত্রের খবর, আপাতত এ বৈঠকের যা নির্যাস তাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ভোটে লড়তে পারেন অযোধ্যা কিংবা গোরক্ষপুর থেকে।

এদিন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকের পরই একাধিক বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য লড়তে পারেন সিরাথু কেন্দ্র থেকে। দ্বিতীয় উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা লড়তে পারেন লখনউ উত্তর থেকে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্র হতে পারে অযোধ্যা কিংবা গোরক্ষপুর। তবে সূত্রের দাবি, এই সমস্ত কেন্দ্রে প্রার্থীর নামই চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রের খবর, শুক্রবার কিংবা শনিবারই বিজেপির প্রার্থী তালিকা সামনে আসতে পারে। এদিনের বৈঠক নিয়ে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য জানান, ১৭২ কেন্দ্রের প্রার্থী নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। ২০২২ সালেও উত্তর প্রদেশে গেরুয়া ধ্বজাই উড়বে বলে আশাবাদী কেশব প্রসাদ।

দেশের মধ্যে সবথেকে বেশি আসন সম্বলিত বিধানসভা উত্তর প্রদেশে। মোট আসন ৪০৩টি। ২০১৭ সালের বিধানসভা ভোটে গেরুয়া ঝড় বয়ে যায় গোবলয়ের এই রাজ্যে। ৩১২টি কেন্দ্র নিজেদের দখলে পায় বিজেপি। সমাজবাদী পার্টির হাতে আসে ৪৭টি, কংগ্রেস পায় ৭টি।

ভোটের মুখে দল ছাড়ার হিড়িক লাগলেও বিপুল জয় নিয়ে এবারও আশাবাদী বিজেপি। বৃহস্পতিবারের বৈঠকে ১৭২টি কেন্দ্রের প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে এদিন বৈঠক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন।

গোরক্ষপুর হোক বা অযোধ্যা যে আসনেই যোগী আদিত্যনাথ প্রার্থী হোন না কেন, এবার তাঁর ভোটে লড়াই করা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের পাঁচবারের সাংসদ তিনি। বিধান পরিষদের সদস্যও। এবার বিধানসভা ভোটে লড়াইয়ের ইচ্ছা প্রকাশও করেন তিনি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত শীর্ষ নেতৃত্বই নেবে। উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই রাজ্য়ে নির্বাচন শুরু হবে ১০ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৭ মার্চ। ভোটের ফলাফল ঘোষণা হবে ১০ মার্চ।

আরও পড়ুন: UP Minister quits BJP: পদত্যাগের হিড়িক, এবার ইস্তফা যোগীর মন্ত্রী ধর্মসিং সাইনির

আরও পড়ুন: UP MLA quits BJP: যোগী-রাজ্যে আরও এক বিজেপি বিধায়কের দলত্যাগ, এই নিয়ে সাতজন!