নয়া দিল্লি: আগামী মাসেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে যাবতীয় প্রস্তুতি সেরে সেরে ফেলতে চাইছে রাজনৈতিক দলগুলি। বিজেপিতে মা ও ছেলে কি ক্রমেই ব্রাত্য? ইন্দিরা গান্ধীর পরিবারের দুই সদস্য ক্রমশই বিজেপি তে কোণঠাসা হয়ে পড়ছেন? বুধবারের ঘটনা সেই প্রশ্ন তুলে দিল। আজই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রথম দফা নির্বাচনের কথা মাথায় রেখে ৩০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করা হয়েছিল। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রয়েছেন। তবে তাৎপর্যপূর্ণভাবে তালিকায় নাম নেই বিজেপি নেত্রী মানেকা গান্ধী ও বিজেপি সাংসদ বরুণ গান্ধীর। গান্ধী পরিবারের মা ও ছেলে উত্তর প্রদেশ থেকে নির্বাচিত বিজেপি সাংসদ।
সাম্প্রতিককালে, বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়েছিলেন। সূত্র মারফত জানা গিয়েছিল দলীয় নেতৃত্বের সঙ্গে বিজেপি সাংসদ মা ও ছেলের মনোমালিন্য হয়েছে। এমনকি সাম্প্রতিককালে দিল্লির রাজনৈতিক মহলে কান পাতলে বরুণ গান্ধীর দল পরিবর্তনের কথা শোনা যাচ্ছিল। এমনকি খবর ছড়িয়ে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বরুণ গান্ধী।
লখিমপুর খেরি নিয়ে সরব বরুণ
২০২১ সালের অক্টোবর মাসে উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। কৃষক আন্দোলন চলাকালীন ৮ জনকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তাল হয় জাতীয় রাজনীতি। এই ঘটনা নিয়ে টুইটারে সরাসরি নিজের দলের অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেন সাংসদ বরুণ গান্ধী। এমনকি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বরুণ। তাঁর দাবি ছিল আশিস মিশ্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না বিজেপি। এই সময়ে জল্পনা ছড়ায় সম্ভবত বরুণ গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এই পদক্ষেপকে কেন্দ্র করে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় বরুণ ও মানেকা গান্ধীর।
তালিকায় অন্যান্য নাম
ভোটের কথা মাথায় রেখেই বুধবার ৩০ জন তারকা প্রচারকের নামের তালিকা প্রকাশ করল বিজেপি। তালিকায় থাকা বিজেপি নেতৃত্বই মানুষের কাছে বিজেপিকে ভোট জেতানোর আবেদন করবেন। বিজেপির প্রকাশিত তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা, সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির তারকা সাংসদ হেমা মালিনীর নাম রয়েছে।
আরও পড়ুন : Aparna Yadav: রয়েছে বিদেশি ডিগ্রি, শাস্ত্রীয় সঙ্গীতেও পারদর্শী যাদব পরিবারের ‘ছোটি বহু’ অপর্ণা
আরও পড়ুন : Budget 2022: পণ্য উৎপাদনে শীর্ষে পৌঁছনো লক্ষ্য ভারতের, দেশজ উৎপাদনে জোর বাজেটে?