AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রথমবার ভোট দেবেন? আপনার পোলিং বুথ কোনটা জানেন তো?

আপনার বয়স যদি গত দু-এক বছরের মধ্যে ১৮ হয়ে থাকে এবং আপনি যদি প্রথমবার ভোট দিতে যাবেন বলে ঠিক করে থাকেন, সেক্ষেত্রে নিজের পোলিং বুথ খুঁজবেন কীভাবে?

প্রথমবার ভোট দেবেন? আপনার পোলিং বুথ কোনটা জানেন তো?
ফাইল ছবি
| Edited By: | Updated on: Mar 27, 2021 | 11:36 AM
Share

কলকাতা: দেশের চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের শঙ্খনাদ হয়ে গিয়েছে (Assembly Election) মুখে। ২৭ মার্চ থেকে শুরু হল বঙ্গে প্রথম দফার ভোট। একই দিনে ভোট শুরু হল অসমেও। পরপর ভোট রয়েছে কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে। ভোট দেওয়ার জন্য প্রত্যেকের ভোটার স্লিপ ও ভোটার কার্ড (Voter Card) প্রয়োজন। যা নির্বাচন কমিশন সকলের জন্য অনুমোদিত করে।

কিন্তু, আপনার বয়স যদি গত দু-এক বছরের মধ্যে ১৮ হয়ে থাকে এবং আপনি যদি প্রথমবার ভোট দিতে যাবেন বলে ঠিক করে থাকেন, সেক্ষেত্রে নিজের পোলিং বুথ খুঁজবেন কীভাবে? এই নিয়ে প্রথমবার ভোটারদের মনে কম বিভ্রান্তি নেই। তবে এই প্রতিবেদনে সেই পদ্ধতি বলে দেওয়া হচ্ছে যার মাধ্যমে সহজেই আপনি নিজের পোলিং বুথ খুঁজে পাবেন।

অনলাইনে খুঁজতে হলে http://ceowestbengal.nic.in/ ওয়েবসাইটে লগ ইন করে ইলেক্টোরাল রোল অপশনে ক্লিক করুন। সেখান থেকে মেইন রোলে গিয়ে নিজের বিধানসভা কেন্দ্র বেছে নিন। এরপর নিজের এলাকা দিয়ে সাবমিট করলে নিজের পোলিং বুথের ঠিকানা জানতে পেরে যাবেন।

আরও পড়ুন: কতক্ষণ চলবে ভোটগ্রহণ? কোন জেলায় কত বাহিনী? রইল প্রথম দফার ভোটের সাত সতেরো

এ ছাড়াও কমিশনের https://www.nvsp.in/ ওয়েবসাইটে গিয়ে ‘Know Your’ বিকল্পে ক্লিক করলে ওই ওয়েবসাইট জিপিএস প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনার লোকেশন বুঝে নেবে। সেখানে নিজের ভোটার কার্ড নম্বর দিলে জানতে পেরে যাবেন আপনার পোলিং বুথ কোনটা।

এ বাদেও নির্বাচন কমিশনের ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশন নিজের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডাউনলোড করে নিলে সহজেই ভোট দেওয়ার জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য আপনার সামনে ফুটে উঠবে।