Kultali Assembly Election Result 2021 Live: কুলতলি বিধানসভা কেন্দ্রে বিজেপি আর তৃণমূলের মধ্যে তীব্র লড়াই, লাইভ আপডেট

Kultali Assembly Election Result 2021 Live Update in Bengali: কুলতলিতে এবার ৯ প্রার্থীর লড়াই

Kultali Assembly Election Result 2021 Live: কুলতলি বিধানসভা কেন্দ্রে বিজেপি আর তৃণমূলের মধ্যে তীব্র লড়াই, লাইভ আপডেট
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2021 | 3:28 PM

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এবারই প্রথম ৮ দফায় হচ্ছে। তৃণমূল কংগ্রেস (TMC) আরও একবার ক্ষমতায় থাকার জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপিয়েছে। বাংলার দখল নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি (BJP) পিছিয়ে নেই। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে তীব্র লড়াই দুই দলের। কুলতলি কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন গণেশচন্দ্র মণ্ডল (Ganesh Chandra Mondal)। এই কেন্দ্রে বিজেপি (BJP) টিকিট দিয়েছে মিন্টু হালদার (Mintu Halder)-কে। সিপিআইএমের (CPIM) বিদায়ী বিধায়ক রামশঙ্কর হালদার (Ram Shankar Halder)।

কুলতলিতে এবার ৯ প্রার্থীর লড়াই। বলা হচ্ছে, ২৯৪ (294) সিটের লড়াইয়ে ১৪৮ (148) হবে ম্যাজিক ফিগার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস (TMC) তৃতীয়বার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। পাল্টা লড়াই দেওয়ার জন্য আটঘাট বেঁধে নেমেছে বিজেপি-ও (BJP)।

কুলতলি বিধানসভা কেন্দ্র (Kultali Assembly Seat) রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা (South 24 Pgs) জেলার অন্তর্গত। ২০১৬ সালের নির্বাচনে সিপিআইএমের (CPIM) রামশঙ্কর হালদার, তৃণমূলের (TMC) গোপাল মাজিকে ১১৭২০ ভোটে হারিয়েছিলেন। রামশঙ্কর হালদার সব মিলিয়ে পেয়েছিলেন ৭৩৯৩২ ভোট। গোপাল মাজি পেয়েছিলেন ৬২২১২ ভোট।

মোট ভোটের হিসেব

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কুলতলিতে বিজেপির প্রার্থী বিক্রম নস্কর ছিলেন ৪ নম্বরে। তিনি ভোট পেয়েছিলেন ১০৩৭৬। গতবারের ভোটে কুলতলিতে মোট ৮৬ শতাংশ ভোট পড়েছিল। মোট ভোটার ছিল ২৩০১৮০। যার মধ্যে ১১৯২০৭ পুরুষ, ১১০৯৬৪ মহিলা।

আগের নির্বাচনের ফলাফল

বিদায়ী বিধায়ক : রামশঙ্কর হালদার প্রাপ্ত ভোট : ৭৩৯৩২ মোট ভোটার : ২৩০১৮০ ভোট শতাংশ : ৮৬% মোট প্রার্থী : ৮