‘দিদিকে ভাল করে দাও’, শিবরাত্রিতে মমতার আরোগ্য কামনায় জ্বলল ১০ হাজার প্রদীপ

এদিনই মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) উপর 'হামলা'র অভিযোগে মেদিনীপুর শহরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মৌন মিছিল করেন মেদিনীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া।

'দিদিকে ভাল করে দাও', শিবরাত্রিতে মমতার আরোগ্য কামনায় জ্বলল ১০ হাজার প্রদীপ
আলোকমালায় সেজে উঠেছে মন্দিরতলা চত্বর।
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 11:23 AM

মেদিনীপুর: একদিকে শিবের উপাসনা। অন্যদিকে ‘দিদির’ আরোগ্য কামনা। শিবরাত্রির দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় ১০ হাজার প্রদীপ জ্বালালেন খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।

বুধবার নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরই বড়সড় আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ির দরজা পা চেপে যায়। গুরুতর জখম হন তিনি। তড়িঘড়ি কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করে জানান পায়ে চোট লেগেছে। সফট টিস্যু ও লিগামেন্টেও আঘাত রয়েছে।

আরও পড়ুন: ভোটের আগে উত্তর প্রদেশ-গুজরাত থেকে অস্ত্র আসছে, বিস্ফোরক দাবি জ্যোতিপ্রিয়র

এরপরই দলনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে জেলায় জেলায় চলে পুজোপাঠ। বৃহস্পতিবার শিবরাত্রির দিন ১০ হাজার প্রদীপ জ্বালান খড়গপুর সদরের প্রার্থী প্রদীপ সরকার। শহরের মন্দিরতলা ঘাটে প্রদীপ জ্বালান তিনি। ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তাঁরাও মমতার সুস্থতা কামনা করে প্রদীপ প্রজ্জলন করেন। পাশাপাশি এদিনই মুখ্যমন্ত্রীর উপর ‘হামলা’র অভিযোগে মেদিনীপুর শহরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মৌন মিছিল করেন মেদিনীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া।