Aamir Khan: ‘ব্রেকিং নিউজ…’, ফের বিয়ে আমির খানের? খবর রটতেই তোলপাড় ইন্ডাস্ট্রি
Aamir Khan: উইকিপিডিয়া বলছে এই মুহূর্তে আমির খানের বয়স ৫৮ বছর। সিনিয়র সিটিজেন হতে বাকি আর মাত্র ২ বছর। অন্যদিকে ফতিমা সানা শেখের বয়স ৩১ বছর। তাঁকেই নাকি বিয়ে করতে চলেছেন 'মিস্টার পারফেকশনিস্ট'

উইকিপিডিয়া বলছে এই মুহূর্তে আমির খানের বয়স ৫৮ বছর। সিনিয়র সিটিজেন হতে বাকি আর মাত্র ২ বছর। অন্যদিকে ফতিমা সানা শেখের বয়স ৩১ বছর। তাঁকেই নাকি বিয়ে করতে চলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’, একটি টুইটে এমনটাই দাবি করেছেন বিতর্কিত অভিনেতা কামাল আর খান ওরফে কেআরকে। টুইটটিতে তিনি লেখেন, “ব্রেকিং নিউজ, আমির খান তাঁর মেয়ের বয়সী ফতিমা সানা শেখকে শীঘ্রই বিয়ে করতে চলেছেন।”
তিনি আরও দাবি করেছেন সেই ‘দঙ্গল’-এর সময় থেকেই নাকি ফতিমার সঙ্গে সম্পর্কে রয়েছেন আমির। আমিরের সঙ্গে ফতিমার বিশেষ বন্ধুত্ব নিয়ে বহুদিন ধরেই চর্চা জারি। দিন কয়েক তাঁদের এক ব্যক্তিগত মুহূর্ত ভাইরাল হয়। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল আমির খান ও ফতিমা– দু’জনে মিলে পিকল বল খেলছেন। সেই নিয়েও কম আলোচনা হয়নি। এরই মধ্যে কেআরকে’র এই দাবি! সত্যতা কতটা? উত্তর দেবে সময়।
Breaking News:- Aamir Khan is going to get married with his daughter’s age Fatima Sana Shaikh soon. Aamir Khan is dating Sana from the time of their film #Dangal.
— KRK (@kamaalrkhan) May 25, 2023
আমির খানের সঙ্গে ফতিমা সানা শেখের সঙ্গে আমির খানের নাম জড়াল কী করে? কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরেই তাঁর নাম জড়ায় ফতিমা সানার সঙ্গে। তাঁদের এক মর্ফ করা ছবি নিয়েও চলেছিল জোর চর্চা।সানার সঙ্গে ‘থাগস অব হিন্দুস্থান’-এও কাজ করেছেন আমির। শোনা যায়, আমিরের জন্যই নাকি ওই ছবিতে কাস্ট করা হয় তাঁকে। যদিও আমির ও সানা কেউই এই সম্পর্কের কথা স্বীকার করেননি। এমনকি কেআরকে’র এই দাবির পরেও মুখ খোলেননি কেউই।
