AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘প্লিজ আমাকে একলা ছেড়ে দিন’, আমিরের প্রেমিকা গৌরীর চোখে-মুখে বিরক্তির ছাপ, কী ঘটল হঠাৎ?

। কয়েক মাস আগেই বেঙালুরু নিবাসী নতুন প্রেমিকা গৌরীর সঙ্গে সবার আলাপ করিয়ে দেন আমির খান। শুধু আলাপই নয়, জানা গিয়েছে, আমিরের সঙ্গে মুম্বইয়ের বাড়িতে লিভ ইন সম্পর্কে রয়েছেন গৌরী। আর সেই বাড়ি থেকেই বেরিয়েই বিপাকে পড়লেন গৌরী।

'প্লিজ আমাকে একলা ছেড়ে দিন', আমিরের প্রেমিকা গৌরীর চোখে-মুখে বিরক্তির ছাপ, কী ঘটল হঠাৎ?
| Updated on: Sep 25, 2025 | 1:54 PM
Share

সকাল সকাল মুম্বইয়ের রাস্তায় জগিং করছিলেন আমির খানের নতুন প্রেমিকা গৌরী। আর তখন ঘটল এমন ঘটনা, যা দেখে আমিরের অনুরাগীরা হতবাক! গোটা ঘটনায় রীতিমতো বিরক্তি হলেন গৌরী।

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। কয়েক মাস আগেই বেঙালুরু নিবাসী নতুন প্রেমিকা গৌরীর সঙ্গে সবার আলাপ করিয়ে দেন আমির খান। শুধু আলাপই নয়, জানা গিয়েছে, আমিরের সঙ্গে মুম্বইয়ের বাড়িতে লিভ ইন সম্পর্কে রয়েছেন গৌরী। আর সেই বাড়ি থেকেই বেরিয়েই বিপাকে পড়লেন গৌরী।

তা কী ঘটল?

মর্নি ওয়াক করতে বেরিয়ে ছিলেন গৌরী। আচমকা তাঁকে পিছু করে ছবি শিকারিরা। আর তখনই রীতিমতো রেগে যান গৌরী। সোজা তাঁদের বলেন, প্লিজ আমাকে একা ছেড়ে দিন। আমার এসব একেবারেই ভালে লাগে না। প্লিজ বিরক্ত করবেন না।

আমিরের জীবনে যে কিরণ রাওয়ের পর নতুন প্রেম এসেছে তা আর নতুন খবর নয়। বেঙ্গালুরুর গৌরীই যে আমিরের তৃতীয় স্ত্রী হওয়ার তালিকায় নাম লিখিয়েছে, সেও সবার জানা। তবে এবার নতুন খবর হল, হুট করেই আমির ছেড়ে দিলেন তাঁর পুরনো পালি হিলের বাড়ি! সূত্রের খবর পুরনো বাড়ি ছেড়ে মুম্বইয়েই ৯ কোটির বাংলো কিনেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট!

প্রসঙ্গত, কেরিয়ার শুরুর একেবারে প্রথম থেকেই মুম্বইয়ের পালি হিলের বাংলোতে থাকতেন আমির। এমনকী, আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণও এই বাড়িতে প্রথম এসে উঠেছিলেন। পালি হিলের এই বাড়িটি আমিরের খুবই পছন্দের। তাই জীবনে নানা ওঠাপড়া চললেও, এই বাড়িটি ছাড়েননি আমির। সূত্রের খবর, পুরনো বাড়িকে পুর্ননির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন আমির। আর সেই কারণেই নতুন অ্য়াপার্টমেন্টে নতুন ভাবে সংসার পাতা। তবে গুঞ্জন পাড়ায় রটেছে, আমির নাকি খুব শীঘ্রই গৌরীকে বিয়ে করবেন। আর গৌরীকে নতুন অ্য়াপার্টমেন্টেই নিয়ে যেতে চান। শুধু তাই নয়, তৃতীয় বিয়ের আসর নাকি পালি হিলসের বাড়িতেই বসাতে চান। সেই কারণেই নতুন করে সাজানোর প্ল্যান আমিরের। সূত্রের খবর, আগামী বছরের প্রথমেই গৌরীর সঙ্গে বিয়ের বন্ধনে জড়াবেন আমির।