AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বয়ঃসন্ধি ছুঁতেই কীভাবে বদলে গেল আরাধ্যা! ‘এ তো হুবহু মা ঐশ্বর্যা’

Aishwarya Rai Bachchan: আরাধ্যা যে ক্রমশ বদলে যাচ্ছে, বদল আসছে সাজপোশাকে সে ইঙ্গিত পাওয়া গিয়েছিল কিছু দিন আগেই। অম্বানিদের স্কুলে পড়ে সে। সেখানকার নাটকে অংশ নিতে দেখা গিয়েছিল আরাধ্যাকে।

বয়ঃসন্ধি ছুঁতেই কীভাবে বদলে গেল আরাধ্যা! 'এ তো হুবহু মা ঐশ্বর্যা'
'এ তো হুবহু মা ঐশ্বর্যা'
| Updated on: Mar 04, 2024 | 6:45 PM
Share

আর মাত্র কয়েক মাস পরেই টিন-এজার হতে চলেছে সে। তবে তাকে দেখেই যেন বাক্যহারা হয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। আরাধ্যার হলটা কী? কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করে লিখেও ফেলেছেন, “মুখে কি কিছু করিয়েছে সে”? কেন হঠাৎ লাইমলাইটে আরাধ্যা? সম্প্রতি অম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে দাদু অমিতাভ বচ্চন, মা ঐশ্বর্যা রাই বচ্চন বাবা অভিষেক বচ্চনের সঙ্গে হাজির ছিল সেও। সেখানেই আরাধ্যাকে দেখে সকলেই হতবাক! একেবারেই বদলে গিয়েছে আরাধ্যা। চোখের সামনে পড়া সেই চুলের স্টাইল আর নেই। একেবারে অন্যরকম সে। মুখেও এসেছে পরিবর্তন। কমেন্টে একজোটে সবাই লিখছেন, “পুরো মায়ের মতো লাগছে, বিশ্বাসই হচ্ছে না।”

আরাধ্যা যে ক্রমশ বদলে যাচ্ছে, বদল আসছে সাজপোশাকে সে ইঙ্গিত পাওয়া গিয়েছিল কিছু দিন আগেই। অম্বানিদের স্কুলে পড়ে সে। সেখানকার নাটকে অংশ নিতে দেখা গিয়েছিল আরাধ্যাকে। মঞ্চে দাপিয়ে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সকলেই। এবার মুগ্ধ করল তাঁর নতুন এই লুক্সও।

প্রসঙ্গত, বিগত বেশ কিছু মাস ধরেই বলিপাড়ায় রটনা, কিছুই নাকি ভাল যাচ্ছে না আরাধ্যার বাবা-মায়ের মধ্যে। এও শোনা যাচ্ছিল বিচ্ছেদের দিকেই নাকি হাঁটছেন ওঁরা। সূত্র জানিয়েছিল, মায়ের সঙ্গে আলাদা থাকছে আরাধ্যা। তবে এ দিন অম্বানির অনুষ্ঠানে বচ্চন পরিবারের সকলের একসঙ্গে আগমন যেন বদলে দিয়েছে যাবতীয় চিন্তাভাবনা। একসঙ্গেই বিয়েতে এসেছেন ওঁরা। একসঙ্গেই করছেন আনন্দ।