পাশে রণবীর, হিজাব পরে দুবাইয়ে ঘুরছেন দীপিকা! হঠাৎ হল কী?
ছোট্ট মেয়ে দুয়ার বয়স এখন সবে এক। ছোট্ট দুয়াকে নিয়ে ছিমছাম সংসার কাটাচ্ছেন রণবীর-দীপিকা। রণবীরের হাতে তাও ছবি থাকলেও, দীপিকা আপাতত শাহরুখের সঙ্গে কিং ছবি সই করেই বসে রয়েছেন। ঠিক এরই মাঝে দুবাই ছুটলেন দীপিকা ও রণবীর।

যেদিন থেকে আট ঘণ্টার বেশি শিফট করবেন না বলে, দীপিকা ঠিক করে নিয়েছেন, সেদিন থেকেই বলিউডে অভিনেত্রীকে নিয়ে নানা শোরগোল। দীপিকার এমন সিদ্ধান্তে তো তাঁর হাত থেকে ফসকে গিয়েছে বহু ছবি। কিন্তু এসবে একেবারেই পাত্তা দেন না দীপিকা। বরং স্বামী রণবীরকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে দুবাইয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হল দীপিকার হিজাব পরা ছবি।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। দীপিকা ও রণবীরের সুখের সংসার। ছোট্ট মেয়ে দুয়ার বয়স এখন সবে এক। ছোট্ট দুয়াকে নিয়ে ছিমছাম সংসার কাটাচ্ছেন রণবীর-দীপিকা। রণবীরের হাতে তাও ছবি থাকলেও, দীপিকা আপাতত শাহরুখের সঙ্গে কিং ছবি সই করেই বসে রয়েছেন। ঠিক এরই মাঝে দুবাই ছুটলেন দীপিকা ও রণবীর।
তবে দীপিকার হিজাব পরা ছবি দেখেই নেটপাড়ার এক অংশ হতবাক হয়েছেন। অনেকের মনেই প্রশ্ন দুবাইয়ে গিয়ে এমন কেন রূপ ধরলেন অভিনেত্রী? অনেকে তো আবার মনে করছেন দীপিকা বুঝি মুম্বই ছেড়ে দুবাইয়ে বাড়ি কিনেছেন।
সূত্র অবশ্য অন্য কথাই বলছে। জানা গিয়েছে, আবু ধাবির পর্যটন বিভাগের জন্য একটা বিজ্ঞাপন শুট করেছেন। আর সেই কারণেই ওমন পোশাক পরে দুবাইয়ে নানা উল্লেখযোগ্য জায়গা ঘুরছেন দীপিকা ও রণবীর। বলা যায়, মেয়ে দুয়া হওয়ার পর এটাই প্রথম একসঙ্গে ক্যামেরার সামনে এলেন দীপবীর।
প্রসঙ্গত,হঠাৎই বৈজয়ন্তী মুভিজের পক্ষ থেকে জানানো হয়, কল্কি ছবির সিক্যুয়েলে থাকছেন না দীপিকা। শোনা যায়, আট ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না এই সিদ্ধান্ত নেওয়ার পরই এই ছবি হাত থেকে ফসকে যায় অভিনেত্রীর। শুধু তাই নয়, এর পর আরও বেশ কয়েকটি ছবি থেকে নিজেই সরে দাঁড়ান তিনি। প্রত্যেক ক্ষেত্রেই তাঁর একটাই কারণ। আট ঘণ্টার শিফট। তবে একের পর এক ছবি ছেড়ে দিলেও, দীপিকা এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করেননি। বরং হাভেভাবে বুঝিয়ে দিয়েছেন, এসবকে তিনি আর পাত্তা দেন না। এরই মাঝে দীপিকা ও রণবীরের এই দুবাই বিজ্ঞাপন বুঝিয়ে দিল তিনি আজও বলিউডের বিন্দাস নায়িকা।
