পুত্রবধূর গায়ে হাত! সহ-অভিনেতাকে লাঠি দিয়ে মারালেন জয়া বচ্চন, তারপর
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া বচ্চনের রাগ নিয়ে মুখ খুলেছেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা দীনেশলাল যাদব। যাকে ইন্ডাস্ট্রি নিরাহুয়া নামেও চেনেন। ভোজপুরি ছবি 'গঙ্গাদেবী'তে জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন দীনেশলাল।

জয়া বচ্চনের যে তিরিক্ষি মেজাজ, তা মোটামুটি গোটা বলিউড জানেন। পান থেকে চুন খসলেই রে রে শুরু করে দেন বিগ বি ঘরনি। তা ছবি শিকারিদের উপর হোক কিংবা সহ অভিনেতার উপর। জয়া বচ্চনের রাগ যে আগ্নেয়গিরি। যখন, তখন, যেখানে, সেখানে ফেটে পড়লেই হল। তা বলে সহ অভিনেতাকে লাঠি দিয়ে মারবেন?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া বচ্চনের রাগ নিয়ে মুখ খুলেছেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা দীনেশলাল যাদব। যাকে ইন্ডাস্ট্রি নিরাহুয়া নামেও চেনেন। ভোজপুরি ছবি ‘গঙ্গাদেবী’তে জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন দীনেশলাল। আর সেই ছবির শুটিংয়েই দীনেশকে লাঠি দিয়ে মেরেছিলেন জয়া!
এই সাক্ষাৎকারে দীনেশ জানালেন, অমিতাভের সঙ্গে শুটিংয়ের ফাঁকে রসিকতা চলত। কিন্তু জয়াজিকে আমি একটু ভয়ই পেতাম। তার উপর এক দৃশ্যের শুটিংয়ের সময় আমাকে সত্যি সত্যি লাঠি দিয়ে মেরেছিলেন জয়া বচ্চন। সেটা এখনও ভুলতে পারিনি।
দীনেশলাল জানান, এই ছবিতে জয়া বচ্চন আমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমায় একটা দৃশ্য ছিল, আমি আমার স্ত্রীর গালে চড় মেরেছি। আর সেই কারণে জয়া বচ্চন আমাকে মারবেন। এই দৃশ্যের শুটিংয়েই জয়াজি আমাকে সত্যি সত্যি লাঠি দিয়ে মেরেছিলেন। আমি খুব অবাক হয়েছিলেন ওঁর এমন কাণ্ডে। পরে অবশ্য আমাকে বলেছিলেন, কিছু মনে না করতে।
দীনেশের কথায়, আসলে জয়াজি এবং অমিতাভজি এত বড় অভিনেতা যে তাঁদের ওই মারও আমার কাছে আশীর্বাদের মতো।
