মা লক্ষ্মীর পোশাক কিনতে গিয়ে বিপাকে অপরাজিতা আঢ্য! এবার কীভাবে সাজালেন ঘরের প্রতিমাকে?
সবাই জানেন,অপরাজিতার বাড়ির লক্ষ্মী প্রতিমা, অপরাজিতা নিজে হাতেই বানিয়েছেন। আর সেটাই প্রতিবার পূজিত হয়। তবে প্রতিবারেই নতুন নতুন সাজে সেজে ওঠেন মা লক্ষ্মী। তবে এবার যে মা লক্ষ্মীর পোশাক কিনতে গিয়ে এমন বিপাকে পড়বেন অভিনেত্রী, তা ভাবতেও পারেননি। তবে বলে না, মায়ের ইচ্ছাই সব।

তিনি টলিপাড়ার প্রিয় অপাদি অর্থাৎ অভিনেত্রী অপরাজিতা আঢ্য। যাঁর লক্ষ্মীপুজো খুবই জনপ্রিয় তাঁর ভক্তদের মধ্যে। সুন্দর গয়না, সুন্দর শাড়ি এবং বিশেষ করে নাকে নথ পরে একেবারে যেন লক্ষ্মী প্রতিমার মতো সেজে প্রতিবারই লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন অপরাজিতা। সবাই জানেন,অপরাজিতার বাড়ির লক্ষ্মী প্রতিমা, অপরাজিতা নিজে হাতেই বানিয়েছেন। আর সেটাই প্রতিবার পূজিত হয়। তবে প্রতিবারেই নতুন নতুন সাজে সেজে ওঠেন মা লক্ষ্মী। তবে এবার যে মা লক্ষ্মীর পোশাক কিনতে গিয়ে এমন বিপাকে পড়বেন অভিনেত্রী, তা ভাবতেও পারেননি। তবে বলে না, মায়ের ইচ্ছাই সব। সেটাও ঘটল অপরাজিতার সঙ্গে।
গতকাল রাত থেকেই মাকে সাজানো শুরু করেছেন অপরাজিতা। এবারে অপরাজিতার মা লক্ষ্মীকে দেখা যাবে রাধারানি সাজে। কাচ বসানো গোলাপি ঘাগড়, রং মিলান্তি ওড়না, হাতে-পায়ে আলতা পরিয়ে মা লক্ষ্মীকে সাজালেন অপরাজিতা। এই গোলাপি ঘাগড়া কেনার নেপথ্যেই রয়েছে এক গল্প। যা কিনা সত্য়িই অবাক করার মতো। অপরাজিতার কথায়, মা লক্ষ্মীই খুঁজে নিয়েছেন তাঁর নিজের সাজ।
তা কী ঘটেছে অপাদির সঙ্গে?
তখন অনেকটা রাত। গড়িয়াহাটের একটি দোকানে মা লক্ষ্মীর জন্য নতুন পোশাক কিনতে গিয়েছিলেন অপরাজিতা। সেখানে গিয়ে জানতে পারেন, দুর্গাপুজোর সময় ও আগে অতিবৃষ্টির কারণে দোকানের সব মালই নষ্ট হয়ে গিয়েছে। পোশাক বিক্রেতা বুঝতেই পারছিলেন না অপরাজিতা আঢ্যকে কীরকম পোশাক দেবেন? এদিকে রাত হয়ে যাওয়ায় সব দোকানই প্রায় বন্ধ! তাহলে উপায়? নিরুপায় হয়ে অপরাজিতা, সেই বিক্রেতাকেই বললেন, দেখো না তোমার দোকানে কিছু একটা তো থাকবে, কারণ আমাকে তো আজকে রাতেই সাজাতে হবে মাকে। লক্ষ্মীপুজোর দিন তো সময়ই পাব না!
অপরাজিতা আঢ্যর ভিডিয়ো দেখুন–
View this post on Instagram
অপরাজিতার কথা শুনে পোশাক বিক্রেতা একের পর এক পোশাক দেখাতে শুরু করেন। কিন্তু অভিনেত্রীর পছন্দই হয় না। তারপর নজর পড়ে গোলাপি একটি ঘাগড়ার দিকে। এটা দেখেই মনে হল, মা লক্ষ্মী এটাই পছন্দ করবে। তাই শেষমেষ গোলাপি ঘাগড়াই নিয়ে আসলেন অপরাজিতা। আর সেই ঘাগড়া দিয়েই ঘরেরল লক্ষ্মীকে সাজালেন অপা। ঠিক যেন রাধারানির বেশ।
