দিতিপ্রিয়ার নাক থেকে আচমকা রক্ত! হঠাৎ কী হল অভিনেত্রীর?
যেখানে লেখা রয়েছে, তাঁর একটি অস্ত্রোপচার হবে এবং সেই কারণে তাঁকে যোগাযোগ করা মানা। সেই পোস্টে তিনি এও লিখেছেন, প্রয়োজনে সব মিটে গেলে তিনিই যোগাযোগ করবেন। দিতিপ্রিয়ার এমন পোস্টে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়ে পড়ল তাঁর ভক্তদের মধ্যে। তা হঠাৎ কী হল পর্দার অপর্ণার?

বুধবার সোশাল মিডিয়ায় দিতিপ্রিয়ার একটি পোস্ট। যেখানে লেখা রয়েছে, তাঁর একটি অস্ত্রোপচার হবে এবং সেই কারণে তাঁকে যোগাযোগ করা মানা। সেই পোস্টে তিনি এও লিখেছেন, প্রয়োজনে সব মিটে গেলে তিনিই যোগাযোগ করবেন। দিতিপ্রিয়ার এমন পোস্টে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়ে পড়ল তাঁর ভক্তদের মধ্যে। তা হঠাৎ কী হল পর্দার অপর্ণার?
জানা গিয়েছে, দিতিপ্রিয়ার নাকের হাড়ে একটি সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্য়ার সমাধানেই অস্ত্রোপচার হবে অভিনেত্রীর। এই অস্ত্রোপচার প্রায় দুবছর আগেই হওয়ার কথা ছিল দিতিপ্রিয়ার। কিন্তু নানা কারণে সুযোগ করতে পারেনি দিতি। কিন্তু সম্প্রতি শুটিংয়ের ফাঁকে অনেক সময় নাক দিয়ে রক্ত বার হওয়ায় ফের নড়ে চড়ে বসেন দিতিপ্রিয়া ও তাঁর পরিবার। চিকিৎসকের কথায়, দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

তবে জানা গিয়েছে, এই অস্ত্রোপচার খুব একটা জটিল নয়। এমনিতে অভিনেত্রী ঠিকই রয়েছেন।
বর্তমানে দিতিপ্রিয়া ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকনিয়ে ব্যস্ত রয়েছেন। এখন ধারাবাহিকের গল্পে টানটান উত্তেজনা। আর্যর অতীত কি অপর্ণা জেনে ফেলবে? সেই প্রশ্নই এখন ঘুরছে দর্শকদের মনে। ধারাবাহিকের জন্য প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা শুটিং করেন অভিনেত্রী। এছাড়াও, অন্যান্য প্রফেশনাল কাজ তো রয়েইছে। সব মিলিয়ে নিজের জন্য সময় বার করা কঠিন হয়ে পড়ে দিতিপ্রিয়ার। তবে এবার আর টালবাহানা নয়। চিকিৎসকের কথায়, দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন দিতিপ্রিয়া। খুব জলদিই সুস্থ হয়ে ফের ফিরবেন শুটিংয়ে।
