অভিষেকের সঙ্গে কি সত্যি ডিভোর্স হচ্ছে, অবশেষে মুখ খুললেন ঐশ্বর্য

Aishwarya-Abhishek Relationship: ২০ এপ্রিল, ২০০৭, বিয়ে করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। সেই থেকে বচ্চন পরিবারের সঙ্গে সিলসিলা চলছে ঐশ্বর্যর। শনিবার ছিল ঐশ্বর্য-অভিষেকের ১৭তম বিবাহবার্ষিকী। আর এই দিনেই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ঐশ্বর্য।

অভিষেকের সঙ্গে কি সত্যি ডিভোর্স হচ্ছে, অবশেষে মুখ খুললেন ঐশ্বর্য
ঐশ্বর্য রাই বচ্চন।
Follow Us:
| Updated on: Apr 21, 2024 | 3:34 PM

অবশেষে নীরবতা ভাঙলেন ঐশ্বর্য রাই বচ্চন। বহুদিন ধরে গুঞ্জন ছিল, অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহিত জীবনে ইতি টেনেছেন ঐশ্বর্য। তাঁরা নাকি আর একসঙ্গে থাকেন না। বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছেন তিনি। কিন্তু তা যে একেবারেই সত্যি না, পুরোটাই গুজব, বিষয়টা রাই সুন্দরী খোলসা করলেন একটি মাত্র পোস্টে। নিজ মুখে কী বলেছেন বচ্চন বধূ?

২০ এপ্রিল, ২০০৭, বিয়ে করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। সেই থেকে বচ্চন পরিবারের সঙ্গে সিলসিলা চলছে ঐশ্বর্যর। শনিবার ছিল ঐশ্বর্য-অভিষেকের ১৭তম বিবাহবার্ষিকী। আর এই দিনেই বিচ্ছেদ নিয়ে ১৭ রকমের গুজবকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন ঐশ্বর্য। স্বামী অভিষেক, কন্যা আরাধ্যা এবং তাঁর একটি সাম্প্রতিকতম ছবি পোস্ট করেছে নিজের সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে কেবলমাত্র একটি লাল রঙের হার্ট পোস্ট করেছেন এবং এই লাল হৃদয়টিই জবাব দিয়েছে ঐশ্বর্যর হয়েছে। বলে দিয়েছে, “সব গুজব মিথ্যা, সব রটনা ভুয়ো।”

২০২৩ সাল থেকেই রটনা–শ্বশুরবাড়ি বচ্চন পরিবারের সঙ্গে নাকি আর থাকেন না ঐশ্বর্য। মা বৃন্দা রাইয়ের সঙ্গে তাঁর বাড়িতে মেয়ে আরাধ্যার সঙ্গে থাকেন। শাশুড়ি জয়া বচ্চন, ননদ শ্বেতার সঙ্গে নাকি কথাই বলেন না। এর সূত্রপাত প্যারিসের ফ্যাশন শো থেকে। গত বছর এই ফ্যাশন শোতে গিয়ে শাশুড়ি-ননদের থেকে পাত্তা পাননি ঐশ্বর্য। দেশে ফিরে তাই শ্বশুর অমিতাভের জন্মদিনে শাশুড়িকে ছবি থেকে ক্রপ করে দিয়েছিলেন ঐশ্বর্য। ঐশ্বর্যর ৫০তম জন্মদিনেও কোনও সাড়া-শব্দ ছিল না বচ্চনদের জলসায়। কোনও উদযাপনই হয়নি। এর মাঝেও গুঞ্জনকে ধাপাচাপা দিয়েছিল বচ্চন পরিবার। ঐশ্বর্যও শ্বশুর-স্বামীর সঙ্গে কন্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গিয়েছিলেন, অম্বানীদের প্রাক বিয়ের অনুষ্ঠানে স্বামীর পাশে বসেই শুনেছেন রিহানা, অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোয়ালের গান। কিন্তু এবার পরোক্ষ হলেও প্রতিক্রিয়া এসেছে ঐশ্বর্যর থেকে। তাঁর পোস্টের একটি লাল হৃদয় বলেছে, “অল ইজ় ওয়েল”।