শ্বশুর হয়ে এমনটা কী করে করলেন? অমিতাভের কাণ্ডে হতবাক ঐশ্বর্যা!
Aishwarya Rai Bachchan: মনে আছে 'কফি উইদ করণ'-এর ইমরান হাসমি ও মহেশ ভাটের সেই এপিসোডের কথা? ওই এপিসোডে ঐশ্বর্যাকে প্রকাশ্যেই 'ফেক ও প্লাস্টিক' বলে উল্লেখ করেছিলেন 'কিসিং কিং'।

২০০৭ সালে বচ্চন পরিবারে বউ হয়ে আসেন ঐশ্বর্যা রাই বচ্চন। সলমন খান ও বিবেক ওবেরয়ের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে করেন অভিষেক বচ্চনকে। সব কিছু ভালই চলছিল। অমিতাভ বচ্চনও সন্তান স্নেহে আগলে রাখতেন তাঁর বৌমাকে। তবে একবার নাকি ঘটেছিল ব্যতিক্রম। বলিউডের আনাচে কানাচে এমনই কথা শোনা যায়। এও শোনা যায়, নিজের মানুষ হয়ে কী করে এমনটা করতে পারলেন অমিতাভ, সে হিসেব নাকি কিছুতেই মিলছিল না তাঁর। কী করেছিলেন বিগ-বি?
মনে আছে ‘কফি উইদ করণ’-এর ইমরান হাসমি ও মহেশ ভাটের সেই এপিসোডের কথা? ওই এপিসোডে ঐশ্বর্যাকে প্রকাশ্যেই ‘ফেক ও প্লাস্টিক’ বলে উল্লেখ করেছিলেন ‘কিসিং কিং’। ঘটনায় সেই সময় তোলপাড় হয়েছিল। সে সময়কার প্রথম সারির অভিনেত্রীকে কেউ করে এমনটা বলতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। সেই ইমরানের সঙ্গেই একটি ছবিতেই কাজ করার কথা হয় অমিতাভের। তিনি রাজিও হয়ে যান। চুক্তিপত্রে সইও করে ফেলেন। আর তাতেই নাকি মারাত্মক কষ্ট পান ঐশ্বর্যা। কী করে এমনটা করতে পারলেন তাঁর পিতৃতুল্য মানুষটা তা নাকি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না তিনি। ঘনিষ্ঠ মহলে তা নিয়ে কষ্ট প্রকাশ করতেও শোনা যায় সে সময়।
ঐশ্বর্যাকে নিয়ে করা মন্তব্য ও পরবর্তীতে সমালোচনার মুখোমুখি হওয়া নিয়ে মুখ খুলেছিলেন ইমরান হাসমি। তিনি বলেছিলেন, “করণের ওই শো’য়ে একটু মজা করছিলাম। হ্যাম্পারটা জিততে চেয়েছিলাম। আমি ওঁকে খুব শ্রদ্ধা করি। উনি ভীষণ ভাল শিল্পী।” এতদিন কেটে গিয়েছে, আজও যদি ঠাণ্ডা লড়াই শেষ হয়নি ইমরান ও ঐশ্বর্যার মধ্যে। পুরনো ক্ষত আজও তিনি ভোলেননি একেবারেই।
