AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম ঐশ্বর্যর, মুহূর্তে ভাইরাল সেই ভিডিয়ো

ঐশ্বর্য রাই বচ্চন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকরের সঙ্গে অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাই বাবার জন্মশতবার্ষিকী উদযাপনে যোগ দিলেন। বরাবরের মতো দেখতে ভারি সুন্দর লাগছিল নায়িকাকে। ইন্টারনেটে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, ঐশ্বর্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে স্পর্শ করেন। এরপর প্রধানমন্ত্রী তাঁকে আশীর্বাদ দেন। এর পাশাপাশি, ভালোবাসা ও ধর্ম নিয়ে ঐশ্বর্যর আবেগঘন বক্তব্য ভাইরাল হয়েছে। 

প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম ঐশ্বর্যর, মুহূর্তে ভাইরাল সেই ভিডিয়ো
| Edited By: | Updated on: Nov 19, 2025 | 4:16 PM
Share

ঐশ্বর্য রাই বচ্চন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকরের সঙ্গে অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাই বাবার জন্মশতবার্ষিকী উদযাপনে যোগ দিলেন। বরাবরের মতো দেখতে ভারি সুন্দর লাগছিল নায়িকাকে। ইন্টারনেটে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, ঐশ্বর্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ে স্পর্শ করেন। এরপর প্রধানমন্ত্রী তাঁকে আশীর্বাদ দেন। এর পাশাপাশি, ভালোবাসা ও ধর্ম নিয়ে ঐশ্বর্যর আবেগঘন বক্তব্য ভাইরাল হয়েছে।

অন্ধ্র প্রদেশের পুট্টাপার্থিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে নায়িকা বলেন, “শ্রী সত্য সাই বাবার পবিত্র আগমনের ১০০ বছর উদযাপন করতে গিয়ে, আমরা সবাই যেন তাঁর ঐশ্বরিক বার্তা পুনরায় স্মরণ করি। সকলের প্রতি ভালোবাসা, সকলের সেবা করার কথা মনে রাখি। একটাই জাতি, মানবজাতি। একটাই ধর্ম, ভালোবাসার ধর্ম। একটাই ভাষা, হৃদয়ের ভাষা এবং একজনই ঈশ্বর, যিনি সর্বত্র বিরাজমান। সাই রাম। জয় হিন্দ।”

প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “আজ এখানে আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই বিশেষ উপলক্ষকে সম্মান জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার জ্ঞানগর্ভ, প্রভাবশালী এবং অনুপ্রেরণাদায়ক কথাগুলো শোনার অপেক্ষায় রয়েছি, যা আমাদের আজ মুগ্ধ করবে।”

তিনি আরও যোগ করেন, “আপনার উপস্থিতি এই শতবর্ষ উদযাপনকে আরও পবিত্র করে তুলল। অনুপ্রেরণায় ভরিয়ে দিল এবং আমাদের স্মরণ করিয়ে দেয় স্বামীজির বার্তা—সত্যিকারের নেতৃত্ব হলো সেবা এবং মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা। ভগবান শ্রী সত্য সাই বাবা প্রায়ই পাঁচটি ‘ডি’ সম্পর্কে বলতেন। অর্থবহ, লক্ষ্যপূর্ণ জীবনের জন্য প্রয়োজনীয় পাঁচটি গুণ—শৃঙ্খলা, নিবেদন, ভক্তি, দৃঢ়তা এবং বিবেচনা।” লক্ষণীয় নায়িকা সত্য সাই বাল বিকাশ প্রোগ্রামের একজন ছাত্রী ছিলেন। তিনি বহুবার সাই বাবার সঙ্গে সংযোগ সম্পর্কে কথা বলেছেন এবং শৈশব থেকেই তিনি অনুরাগী।