অজয়ের চোখের সামনে মৃত্যু, স্কাই ডাইভিং-এর আগে শিউরে ওঠা মুহূর্ত
বলিউডের সিংঘম-এরই একবার কাল ঘাম ছুটে যায় প্লেন থেকে ঝাঁপ দিতে গিয়ে। খোলসা করে বলতে গেলে স্কাই ডাইভিং করতে গিয়ে চোখের সামনে মৃত্যু দেখেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর 'দে দে পেয়ার দে ২' ছবি। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই ছবির নায়ক মাধবন জানান...

তিনি অজয় দেবগণ। বলিউডের অন্যতম চর্চিত অ্যাকশন হিরো। রোম্যান্স কিংবা ফ্যামিলি ড্রামা, অভিনয়ের দাপটে অজয় প্রতিটা ক্ষেত্রেই ১০০-তে ১০০। তবে দুই বাইকের মাঝে এন্ট্রি হোক, কিংবা বহুতম থেকে ঝাঁপ, অজয় অধিকাংশ সময় নিজের স্টান্ট নিজেই করে নজর কাড়েন। আর সেই বলিউডের সিংঘম-এরই একবার কাল ঘাম ছুটে যায় প্লেন থেকে ঝাঁপ দিতে গিয়ে। খোলসা করে বলতে গেলে স্কাই ডাইভিং করতে গিয়ে চোখের সামনে মৃত্যু দেখেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘দে দে পেয়ার দে ২’ ছবি। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই ছবির নায়ক মাধবন জানান, অজয়ের রুদ্ধশ্বাস স্টান্টের কথা। এমনকি তার আগে তিনি নাকি কোনও প্রশিক্ষণও নেননি।
এরপরই এই প্রসঙ্গে মন্তব্য করেন অজয় দেবগণ। বললেন,”আমি যখন সেখানে পৌঁছালাম, দেখলাম আমার আগের জনের মৃত্যু ঘটেছে। কারণ মাঝপথে তাঁর প্যারাস্যুট খোলে না। আমার চোখের সামনে তাঁর মৃত্যু হয়। ঠিক এমনই ঘটনা ঘটেছিল লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে। তাঁরও ঠিক একই অবস্থা হয়েছিল, খুলছিল না প্যারাস্যুট। তবে তাঁর ট্রেনার দ্রুত নেমে তাঁকে বাঁচিয়ে নেন।”
শুটিং-এর ক্ষেত্রে কত কী-ই না ঘটে। বিশেষ করে স্টান্ট করতে গিয়ে যে কত অঘটনের সাক্ষী থেকেছে সিনেপাড়া তা বলার অপেক্ষা রাখে না। খোদ অমিতাভ বচ্চনই মৃত্যুর মুখে পৌঁছিয়ে গিয়েছিলেন কুলি ছবির এক অ্যাকশন দৃশ্যে শুট করতে গিয়ে। অক্ষয় কুমারও স্টান্টের জন্য বলিউডে বিশেষ পরিচিতি তৈরি করেছিল। আজও তিনি চেষ্টা করেন অধিকাংশ ক্ষেত্রে নিজের স্টান্ট নিজে করতে। ফলে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন অজয় দেবগণ, তা যে আত্মঘাতী হয়ে পারত, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
