মাত্র ৮ মিনিটের ক্লিপিং পাল্টে দিল অজয়ের জীবন, রাতারাতি বাড়ল অভিনেতার দর
তবে জানেন কি, মাত্র ৮ মিনিটের দৃশ্যে পাল্টে দেয় অজয় দেবগণের জীবন। রাতারাতি বেড়ে যায় তাঁর পারিশ্রমিক। এমনকি বলিউড স্টার শাহরুখ খানকেও তিনি পিছনে ফেলে দেন। সলমন খানও পিছিয়ে গেলেন অজয় দেবগণের কাছে।

অজয় দেবগণ, বলিউডের তিন দশকের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। কখনও রোম্যান্স, কখনও অ্যাকশন, পর্দায় তিনি যতবার এসেছেন, ততবারই দর্শক মনে ঝড় তুলেছেন অভিনেতা। তবে জানেন কি, মাত্র ৮ মিনিটের দৃশ্যে পাল্টে দেয় অজয় দেবগণের জীবন। রাতারাতি বেড়ে যায় তাঁর পারিশ্রমিক। এমনকি বলিউড স্টার শাহরুখ খানকেও তিনি পিছনে ফেলে দেন। সলমন খানও পিছিয়ে গেলেন অজয় দেবগণের কাছে। দক্ষিণী স্টার চিরঞ্জীবী টানা দুই দশক ধরে ভারতীয় সিনেমার সর্বাধিক পারিশ্রমিক নিয়ে এসেছেন। টাকার অঙ্ক ১.২৫ কোটি। তবে সেই রেকর্ডও ভাঙলেন অজয় দেবগণ। রাজামৌলির ফ্রেমে RRR-এ উপস্থিত হয়েছিলেন অজয় দেহগণ। দৃশ্য ছিল মাত্র ৮ মিনিটের। তবে সেই অংশের জন্যে তাঁকে ৩৫ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল।
সলমন খান একটি ছবির জন্যে ১০০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তবে এক্ষেত্রে যদি একটু অঙ্ক কষে বোঝা যায়, তাহলে দেখা যাবে, ৮ মিনিটের জন্যে ৩৫ কোটি অর্থাৎ মিনিট পিছু অজয় দেবগণ নিয়েছেন ৪.৩৫ কোটি টাকা। যা যথেষ্ট বড় অঙ্কের পারিশ্রমিক।
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে অজয় দেবগণের ছবি রেইড ২। ছবিতে ছিলেন রিতেশ দেশমুখও। এক্ষেত্রে অজয় দেবগণ মোটেও মিনিট পিছু ৪.৩৫ কোটি টাকা দাবি করেননি। বরং তিনি সম্পূর্ণ ছবিটা করেছেন মাত্র ২০ কোটি টাকায়। তবে ছবির বক্স অফিস আয় নেহাতই কম নয়। ৩৮ দিনের মাথায় দাঁড়িয়ে এই ছবি মোটের ওপর আয় করেছে ২৩৪.৯ কোটি টাকা। দেশের বুকে মোট আয় ২০৩.৯ কোটি টাকা, দেশের বাইরে এই ছবি আয় করেছে ৩১ কোটি টাকা।
