AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আসরানির মৃত্যুতে শোকস্তব্ধ অক্ষয় কুমার, কী বললেন অভিনেতা?

গোবর্ধন আসরানি দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার পরলোক গমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে সান্তাক্রুজ শ্মশানে। অভিনেতা অক্ষয় কুমার আসরানির মৃত্যুতে ভীষণভাবে মর্মাহত। অক্ষয় জানান, তিনি সম্প্রতি তাঁদের আসন্ন সিনেমা 'হাইওয়ান'-এর জন্য আসরানির সঙ্গে একাধিক দৃশ্যের শুটিং করেছিলেন এবং এই দুঃখে তিনি বাকরুদ্ধ।

আসরানির মৃত্যুতে শোকস্তব্ধ অক্ষয় কুমার, কী বললেন অভিনেতা?
| Edited By: | Updated on: Oct 21, 2025 | 10:41 AM
Share

গোবর্ধন আসরানি দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার পরলোক গমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে সান্তাক্রুজ শ্মশানে। অভিনেতা অক্ষয় কুমার আসরানির মৃত্যুতে ভীষণভাবে মর্মাহত। অক্ষয় জানান, তিনি সম্প্রতি তাঁদের আসন্ন সিনেমা ‘হাইওয়ান’-এর জন্য আসরানির সঙ্গে একাধিক দৃশ্যের শুটিং করেছিলেন এবং এই দুঃখে তিনি বাকরুদ্ধ।

সোমবার গভীর রাতে, অক্ষয় এক্স-এ একটি আবেগঘন বার্তা শেয়ার করেন আসরানির জন্য, যাঁর সঙ্গে তিনি ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’ এবং ‘খট্টা মিঠা’-র মতো একাধিক ছবিতে কাজ করেছেন। “আসরানিজির প্রয়াণে আমি দুঃখে স্তব্ধ। মাত্র এক সপ্তাহ আগে ‘হাইওয়ান’-এর শুটিংয়ে আমরা একে অপরকে আন্তরিকভাবে আলিঙ্গন করেছিলাম,” অক্ষয় তাঁর পোস্টে লেখেন।অক্ষয় আরও লেখেন, “তিনি একজন ভীষণ ভালোলাগার মানুষ ছিলেন। তাঁর কমিক টাইমিং ছিল এক কথায় কিংবদন্তি। ‘হেরা ফেরি’ থেকে ‘ভাগম ভাগ’, ‘দে দনা দন’, ‘ওয়েলকাম’,  এখনও মুক্তি না পাওয়া ‘ভূত বাংলো’ বা ‘হাইওয়ান’-এ আমি ওঁর সঙ্গে কাজ করেছি এবং অনেক কিছু শিখেছি। আমাদের ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি। আসরানি স্যার, আমাদের হাসির জন্য যে অগণিত কারণ আপনি দিয়েছেন, তাঁর জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ওম শান্তি।”

অক্ষয় একটি ছবি শেয়ার করেন আসরানির সঙ্গে, যেখানে বর্ষীয়ান অভিনেতাকে একটি স্কুটিতে চড়ে দেখা যায় এবং অক্ষয় তাঁর পিছনে বসে আছেন। ছবিটি সম্ভবত অক্ষয়ের কোনও আসন্ন সিনেমার দৃশ্য থেকে নেওয়া। আসরানিকে মৃত্যুর পর দু’টি সিনেমা—’ভূত বাংলো’ এবং ‘হাইওয়ান’-এ দেখা যাবে তাঁকে, দু’টি ছবিই পরিচালনা করেছেন প্রিয়দর্শন। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। আসরানি তাঁর দীর্ঘ কেরিয়ারে বহু হিন্দি ছবিতে কাজ করেছেন। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ের জুহু এলাকার আরোগ্য নিধি হাসপাতালে বেশ কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন অভিনেতা। ফুসফুসে জল জমেছিল অভিনেতার। কয়েকদিন ধরেই জীবনমরণ লড়াই চালাচ্ছিলেন ৮৪ বছরের এই বর্ষীয়ান অভিনেতা। তবে শেষরক্ষা হল না। দীপাবলির আলোর মাঝেই হারিয়ে গেলেন হিন্দি সিনেমার জনপ্রিয় কমেডিয়ান আসরানি।