AI আমার পরিচয় নয়! এবার হাই কোর্টে অক্ষয়
কয়েক মাস ধরেই একের পর এক বলিউড সেলেবরা নিজেদের ইমেজ, কণ্ঠস্বর নিয়ে দারুণ সচেতন। তাঁরা লক্ষ্য করেছেন, তাঁদের অজান্তে তাঁদের ছবি, কণ্ঠস্বর নিয়ে নানারকম সংস্থা, নানারকম ব্যবহার করছে। অনেক সময়ই সেলেবদের ইমেজের ভুল ব্যবহার হচ্ছে।

AI জালিয়াতির বিরুদ্ধে একে একে সরব হচ্ছেন বলিউড তারকারা। ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, আশা ভোঁসলে, সুনীল শেট্টি, করণ জোহর এবং সম্প্রতি হৃত্বিক রোশনের পর এবার AI জালিয়াতির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়। সম্প্রতি জালিয়াতি রুখতে এবং নিজের ছবি, কণ্ঠ ও ভিডিয়োতে স্বত্ত্ব আরোপ করতে এবার বম্বে হাই কোর্টের দ্বারস্থ হলেন অক্ষয়।
অক্ষয় তাঁর আবেদনপত্রে স্পষ্ট জানিয়েছেন, কিছু অসাধু ব্যক্তি সোশাল মিডিয়ায় বিনা অনুমতি নিয়ে আমার ছবি, কণ্ঠস্বর ও ভিডিয়ো ব্যবহার করছে, AI এর সাহায্য নিয়ে। এই ধরনের আচরণ একেবারেই ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ।
কয়েক মাস ধরেই একের পর এক বলিউড সেলেবরা নিজেদের ইমেজ, কণ্ঠস্বর নিয়ে দারুণ সচেতন। তাঁরা লক্ষ্য করেছেন, তাঁদের অজান্তে তাঁদের ছবি, কণ্ঠস্বর নিয়ে নানারকম সংস্থা, নানারকম ব্যবহার করছে। অনেক সময়ই সেলেবদের ইমেজের ভুল ব্যবহার হচ্ছে। বেআইনি এই ঘটনাকে আটকাতেই প্রথমে অমিতাভ বচ্চন, তারপর ঐশ্বর্য রাই বচ্চন, অভিষেক বচ্চন আদালতে পৌঁছ আইনি সাহায্য নিয়েছেন। কয়েকদিন আগে কুমার শানুও এই পথে হেঁটেছেন। এবার সেই পথেই হাঁটলেন অক্ষয় কুমার।
দিল্লি ও বম্বে হাই কোর্টে গত কয়েক মাসে AI জালিয়াতির বিরুদ্ধে একের পর এক মামলা জমা পড়ছে বলিউড সেলেবদের তরফ থেকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এর আগেই দিল্লি হাই কোর্টে কঠোর বার্তা দিয়ে জানিয়ে ছিল, কোনও ব্যক্তির ব্যক্তিগত ছবি, নাম বা কোনও তথ্য অনুমতি ছাড়া শেয়ার করা হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা AI প্রযুক্তি ব্যবহার করে অনৈতিক কাজ করছে, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
