‘রাহাকে বুকের দুধ খাওয়াতেই আমার শরীরে…’ কোন ঘটনার কথা বললেন আলিয়া?
এমনকী,তখন মা হওয়ার পর আলিয়া যখন সিনেমার পর্দায় এলেন, তখন তাঁকে দেখে বোঝা দায় ছিল, যে আলিয়া মা হয়েছেন। তাঁর শরীর ছিল একেবারে ছিপছিপে। এত জলদি কীভাবে বেবি ফ্যাট দূর করলেন রণবীর ঘরনি? এই বিষয়ে অনেকেরই কৌতুহল ছিল।

রণবীরকে বিয়ের কয়েক মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে আলিয়া চরম ট্রোলের মুখে পড়েছিলেন। তবে কখনই সেই ট্রোলকে পাত্তা দেননি রণবীর বা আলিয়া কেউই। এমনকী,তখন মা হওয়ার পর আলিয়া যখন সিনেমার পর্দায় এলেন, তখন তাঁকে দেখে বোঝা দায় ছিল, যে আলিয়া মা হয়েছেন। তাঁর শরীর ছিল একেবারে ছিপছিপে। এত জলদি কীভাবে বেবি ফ্যাট দূর করলেন রণবীর ঘরনি? এই বিষয়ে অনেকেরই কৌতুহল ছিল। সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের টক শোয় এসে আলিয়া জানালেন মা হওয়ার পর তাঁর মেদ ঝরানোর জার্নির কথা।
কী বললেন আলিয়া?
প্রথম থেকেই মা হওয়া নিয়ে কোনও রাখঢাক করেননি আলিয়া ভাট। প্রথম থেকেই প্রকাশ্যে এসেছিলেন বেবি বাম্প নিয়ে। এমনকী, রাহা হওয়ার পরও, ক্য়ামেরার সামনে এসেছিলেন তাকে কোলে নিয়ে। আলিয়া ও রণবীর তাঁদের অভিভাবক হয়ে ওঠার নানা গল্প, নানা সময়ে শেয়ার করেছেন, নানা সাক্ষাৎকারে। আর বরাবরই বলেছেন, কীভাবে দুজনে মিলে কাজের সঙ্গে তাল মিলিয়ে ছোট্ট রাহাকে বড় করে তুলছেন।
ছোট্ট রাহার জন্মানোর কয়েকমাস পর, আলিয়া যখন শুটিং ফ্লোরে পা রেখেছিলেন তখন অনেকেই ছিপছিপে আলিয়াকে দেখে মনে করেছিলেন, আলিয়া বুঝি কোনও ওষুধ খাচ্ছেন। তবে আলিয়া জানিয়েছেন, কোনও ওষুধ নয়। বরং নিয়মিত জিম করেছেন। খাওয়া-দাওয়ায় পরিবর্তন এনেছেন। তবে আলিয়ার ছিপছিপে থাকার প্রাথমিক রহস্য হল, রাহাকে বুকের দুধ খাওয়ানো!
টুইঙ্কল ও কাজলের টক শোয়ে আলিয়া জানালেন, ”আমি রাহাকে নিয়মিত বুকের দুধ খাওয়াতাম। সেটাই আমাকে সাহায্য করেছে, আমার শরীরের ক্যালোরি ক্ষয় করতে। এছাড়া আমি নিয়মিত যোগব্যায়াম করেছি। ডায়েটে নজর দিয়েছি। তবে হ্য়াঁ, রাহাকে বুকের দুধ খাওয়ানোটা সত্যিই আমার শরীরে ম্যাজিকের মতো কাজ করেছিল। আমার শরীরে বড়সড় পরিবর্তন এনেছিল।”
