‘আমি অসহায়ের মতো…’, বিদেশে ডাকাতের কবলে অমিতাভ, ছিনতাই সর্বস্ব

Amitabh Bachchan: চরম বিপত্তিতে পড়তে হয় তাঁকে। আচমকাই ছিনতাই, সঙ্গে থাকা যাবতীয় জিনিস একদল দুষ্কৃতি চুরি করে পালায়। একবার ফিল্ম ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন অমিতাভ বচ্চন। 

'আমি অসহায়ের মতো...', বিদেশে ডাকাতের কবলে অমিতাভ, ছিনতাই সর্বস্ব
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2024 | 5:04 PM

অমিতাভ বচ্চন, আজ তাঁর বিশ্বজুড়ে নাম। একের পর এক ভাল ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে সেই অমিতাভ বচ্চনকেই একবার মহা বিপাকে পড়তে হয়। আজ যাঁর গোটা বিশ্বে দাপট, সেই অমিতাভ বচ্চনকেই একবার নাজেহাল হতে হয় বিদেশের মাটিতে। চরম বিপত্তিতে পড়তে হয় তাঁকে। আচমকাই ছিনতাই, সঙ্গে থাকা যাবতীয় জিনিস একদল দুষ্কৃতি চুরি করে পালায়। একবার ফিল্ম ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন অমিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন বলেছিলেন, “৬ জনের এক দল আচমকাই আমার পিঠে রঙ ফেলে দেয়। তারপর জ্যাকেট পরিষ্কার করার নামে আমার হাত থেকে সবকিছু কেড়ে নিতে শুরু করে। আমাক পাসপোর্ট, আমার টাকা, আমার বাবা মায়ের চিঠি, আমার স্তানদের পোস্টকার্ড প্রভৃতি। আমার অসহায় লাগছিল, সত্যি অসহায় লাগছিল, হঠাৎ করেই যেন সবটা পাল্টে যায়।”

প্রসঙ্গত, বলিউডে কান পাতলে শোনা যায় এই ঘটনা স্ভবত বস্টনের। তখন অভিষেক বচ্চন বস্টনে ছিলেন। বস্টন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তিনি। অমিতাভ বচ্চন তখন অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যদিও এই নিয়ে সেই মুহূর্তে কিছুই জানানি অমিতাভ। যদিও পরবর্তীতে এই ডিগ্রি আর অর্জন করা হয়নি অভিষেকের। কারণ অমিতাভ বচ্চনের প্রযোজনা সংস্থা। ABCL যখন ডুবতে বসে, তখন মাঝ পথেই লেখাপড়া ছেড়ে ফিরে আসতে হয় তাঁকে। বাবার পাশে দাঁড়িয়েছিলেন অভিষেক। প্রযোজনা সংস্থার কাজ দেখার দায়িত্ব নিয়েছিলেন তিনি।