AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঐশ্বর্যকে নিয়ে প্রশ্নের মুখে পড়লেন অমিতাভ? এবার মুখ খুললেন

লক্ষণীয়, ঐশ্বর্যকে বচ্চন পরিবারের যথেষ্ট সম্মান দেওয়া হয় না, এমন জল্পনায় ছেয়েছিল বলিউড। যদিও সম্প্রতি ঐশ্বর্য শাড়ি-সিঁদুরে সেজে কান চলচ্চিত্র উত্‍সবের রেড কার্পেটে হেঁটে বুঝিয়ে দিয়েছেন, তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা অকারণ।

ঐশ্বর্যকে নিয়ে প্রশ্নের মুখে পড়লেন অমিতাভ? এবার মুখ খুললেন
| Edited By: | Updated on: Jun 24, 2025 | 1:13 PM
Share

সোশ্যাল মিডিয়াতে ভীষণই সক্রিয় বলিউডের শাহেনশা। এই বিষয়টা গত কয়েক বছর ধরেই লক্ষ করা গিয়েছে যে, অভিষেক বচ্চনের নতুন কোনও কাজের ঝলক এলে, তাঁকে প্রশংসায় ভাসিয়ে দেন অমিতাভ বচ্চন। বাবা হিসাবে ছেলেকে যে এগিয়ে দিতে চান, তা দেখে সকলেই খুশি হন। এমনকী অভিষেক বচ্চনের কোনও অনুরাগী তাঁকে নিয়ে ভালো কথা লিখলেও, অনেক সময়ে অমিতাভ সেটার কথা উল্লেখ করেন।

গত কয়েক দিন অভিষেককে এমনই প্রশংসায় অমিতাভ ভাসিয়ে দেওয়ার পর এক প্রশ্নবাণের মুখে পড়েছেন।বাবুল নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ”আপনার মেয়ে, বউমা আর বউয়ের ক্ষেত্রেও একইভাবে প্রশংসা করা উচিত।” সোশ্যাল মিডিয়াতে এমন মন্তব্য এড়িয়ে যেতে পারতেন অমিতাভ। কিন্তু সেটা না করে তিনি লিখেছেন, ”একদম। আমার হৃদয়ে ওঁদের জন্য প্রশংসা রয়েছে। জনসমক্ষে নয়। নারীদের প্রতি আমার সম্মান রইল।” এই কথা বলে অমিতাভ বোঝাতে চেয়েছেন, শ্বেতা বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন বা জয়া বচ্চনের জন্য তাঁর হৃদয়ে যে সম্মান রয়েছে, সেটা যে সব সময়ে জনসমক্ষে আনতে হবে তা নয়।

যদিও এমন মন্তব্য করে, একাংশের সমালোচনার মুখে পড়েছেন অমিতাভ। এক ব্যক্তি লিখেছেন, ”আপনি বলছেন, প্রশংসা বা সম্মান হৃদয়ে রাখাই যথেষ্ট। তা হলে অভিষেক বচ্চনের ক্ষেত্রেও তেমনটা করতে পারতেন! নাকি অভিষেককে প্রচারের আলোয় ঠেলে দিতেই এই পদক্ষেপ?” লক্ষণীয়, ঐশ্বর্যকে বচ্চন পরিবারের যথেষ্ট সম্মান দেওয়া হয় না, এমন জল্পনায় ছেয়েছিল বলিউড। যদিও সম্প্রতি ঐশ্বর্য শাড়ি-সিঁদুরে সেজে কান চলচ্চিত্র উত্‍সবের রেড কার্পেটে হেঁটে বুঝিয়ে দিয়েছেন, তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা অকারণ।