Ananya-Ishaan: অন্যন্যা-ঈশান কি আর সম্পর্কে নেই? কী বলছেন তাঁরা?

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Apr 04, 2022 | 10:42 PM

Ananya-Ishaan: অন্যন্যার নাম যখন মাদক-কাণ্ডে জড়িয়ে ছিল, তখনও ঈশান তাঁর পাশেই ছিলেন।

Ananya-Ishaan: অন্যন্যা-ঈশান কি আর সম্পর্কে নেই? কী বলছেন তাঁরা?
অন্যন্যা-ঈশানকে আর এভাবে দেখা যাবে না!

Follow Us

ঈশান খট্টর আর অন্যন্যা পাণ্ডে প্রেম করছেন। নাহ, এটা তাঁরা কোনও দিন স্বীকার করেননি। ‘খালি পিলি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ঈশান এবং অনন্যা। সেখান থেকেই বন্ধুত্ব। আস্তে আস্তে বন্ধুত্ব ভালবাসায় পরিণত হয়। কিন্তু সেই ভালবাসার গল্প কখনওই সর্বসমক্ষে স্বীকার করেননি তাঁরা। তবে একসঙ্গে ছবি দেওয়া বা জনসমক্ষে একে অপরের প্রশংসা করতেন তাঁরা। বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে যেতেন। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি দেখে অনুরাগীরা তাঁদের গভীর সম্পর্ক আন্দাজও করতে পারতেন। প্রায় তিন বছরের সম্পর্ক।

মেয়ের সম্পর্ক নিয়ে বাবা চাঙ্কি পাণ্ডেও কখনও আপত্তি করেননি। অন্যন্যার নাম যখন মাদক-কাণ্ডে জড়িয়ে ছিল, তখনও ঈশান তাঁর পাশেই ছিলেন। ফুল নিয়ে দেখা করতে যান প্রেমিকার সঙ্গে। এহেন সম্পর্কে এসেছে বিচ্ছেদ। আলাদা হয়ে গিয়েছেন তাঁরা। কিন্তু কেন? এর উত্তর অবশ্যই পাওয়া যায়নি। কারণ তাঁরা সম্পর্কের মতো বিচ্ছেদের বিষয়েও চুপ।

সূত্রের খবর, তিক্ততায় শেষ হয়নি সম্পর্ক। এখনও তাঁরা ভাল বন্ধু। তবে দু’জনে মিলেই সিদ্ধান্ত নিয়ে সম্পর্কে ইতি টেনেছেন। এমনকি এরপর একসঙ্গে ছবিতে অভিনয় করবেন তাঁরা বলেও শোনা যাচ্ছে। গত বছর ডিসেম্বর মাসে বর্ষ শেষে তাঁরা রণথম্বোরে বেড়াতে গিয়েছিলেন অনন্যা-ঈশান। যদিও একসঙ্গে ঘুরতে যাওয়ার সেই কথাও স্বীকার করেননি। তবে অনুরাগীদের কৌতূহলী চোখ তাঁদের ভ্রমণের ছবি থেকে প্রেমের গন্ধই পেয়েছেন। সম্প্রতি ঈশানের দাদা শাহিদ কাপুরের জন্মদিনে একসঙ্গে পার্টি করেন দু’জনে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে সময় নেয়নি। দু’জনেই এই মুহূর্তে তাঁদের নিজের নিজের ছবির কাজে ব্যস্ত। অন্যন্যা ‘খো গেয় হাম কাহাঁ’ ছবি করছেন, আর ঈশান ‘ফোন ভূত’ আর ‘পিপা’ ছবিতে অভিনয় করছেন। ঈশানের প্রথম ছবি ‘ধড়ক’। সেখানে তিনি অভিনয় করেন জাহ্নবী কাপুরের সঙ্গে। সেই সময়ও দু’জনের প্রেম নিয়ে আলোচনা চলে টিনসেল টাউনে।

 

আরও পড়ুন-Aamir Khan-Junaid: বলিউডে অভিষেক আমির পুত্রের, কোন ছবিতে দেখা যাবে তাকে?

আরও পড়ুন-Vikrant Massey Gulzar: জন্মদিনের সেরা উপহার কী পেলেন বিক্রান্ত?

আরও পড়ুন-Swastika-Sushant:  ‘খুব তাড়াতাড়ি চলে গেলেন ব্যোমাকেশ বাবু’, কোন প্রসঙ্গে বললেন স্বস্তিকা

 

 

 

 

 

 

 

 

Next Article