প্রেমের সম্পর্কে রয়েছেন অনুপ-জ্যাসলিন? ভিডিয়ো ঘিরে জল্পনা
অনুপ এবং জ্যাসলিন একত্রে রিয়ালিটি শো ‘বিগ বস ১২’এ অংশগ্রহণ করেছিলেন। তখনই জানা যায়, তাঁদের মধ্যে নাকি বছর তিনেক ধরে রোম্যান্টিক সম্পর্ক রয়েছে।
‘মুঝে যব সে হুয়া হ্যায় প্যায়ার…’। গুনগুন করে এ গান তো আপনি গাইতেই পারেন। কিন্তু এই গান যদি সঙ্গীতশিল্পী (singer) অনুপ জালোটা (Anup Jalota) গান, আর পাশে থাকেন জ্যাসলিন মাথুর, তখন তো তা অনুরাগীদের নজরে পড়বেই।
অনুপ এবং জ্যাসলিন ইনস্টাগ্রামে সদ্য একটি রিল ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে এই গানে লিপ মিলিয়েছেন অনুপ। আর পাশে ছিলেন জ্যাসলিন। এরপর থেকেই জ্যাসলিনের সঙ্গে অনুপের সম্পর্ক নিয়ে ফের চর্চা শুরু হয়েছে সোশ্যাল মাধ্যমে।
কেউ লিখেছেন, ‘একসঙ্গে আপনারা দারুণ’। আবার কেউ লিখেছেন, ‘জ্যাসলিনকে আপনার ছাত্রী হিসেবে পরিচয় দিয়ে কাকে সাফাই দিচ্ছেন?’ আবার কারও মত, ‘কখনও ছাত্রী, কখনও বান্ধবী।’
View this post on Instagram
অনুপ এবং জ্যাসলিন একত্রে রিয়ালিটি শো ‘বিগ বস ১২’এ অংশগ্রহণ করেছিলেন। তখনই জানা যায়, তাঁদের মধ্যে নাকি বছর তিনেক ধরে রোম্যান্টিক সম্পর্ক রয়েছে। যদিও পরে তাঁরা জানিয়েছিলেন, শোয়ের জন্য নাকি ওই সম্পর্কের বিষয়টি চিত্রনাট্যের খাতিরে তৈরি করতে হয়েছিল। আদতে তাঁদের মধ্যে গুরু শিষ্যার সম্পর্ক।
অর্থাৎ এর আগেও অনুপ-জ্যাসলিনের সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে ইন্ডাস্ট্রিতে। শোনা যায়, জ্যাসলিনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার পর অনুপের পরিবারেও সমস্যা হয়। যদিও তা তিনি প্রকাশ্যে স্বীকার করেননি। ফের একবার এই ভিডিয়োর মাধ্যমে এই দুই শিল্পীর সম্পর্কের জল্পনা নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও এ বার এখনও পর্যন্ত এ নিয়ে কেউই মুখ খোলেননি।