স্ত্রীকে নিয়ে আচমকা হাসপাতালে ছুটলেন আরবাজ খান!
এমনকী, আরবাজের বর্তমান স্ত্রী সুরার বেবি বাম্পের ছবিও ভাইরাল হয়েছিল। তবে আরবাজ বা কেউই, তাঁদের সংসারে সন্তান আসা নিয়ে কখনই মুখ খোলেননি। তবে এবার খবর হল, শীঘ্রই নাকি মা হতে চলেছেন সুরা।

বেশ কয়েক মাস ধরেই বলিউড গুঞ্জনে ছিল আরবাজ খান নাকি ফের বাবা হতে চলেছেন। এমনকী, আরবাজের বর্তমান স্ত্রী সুরার বেবি বাম্পের ছবিও ভাইরাল হয়েছিল। তবে আরবাজ বা কেউই, তাঁদের সংসারে সন্তান আসা নিয়ে কখনই মুখ খোলেননি। তবে এবার খবর হল, শীঘ্রই নাকি মা হতে চলেছেন সুরা।
গত শনিবার সোশাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, সুরাকে নিয়ে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে আরবাজ। তবে শুধুই আরবাজ নয়, সঙ্গে ছিল পুরো খান পরিবার। আরবাজের চোখে মুখে দেখা গিয়েছে টেনশনের ছাপ।
কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আরবাজের স্ত্রী সুরার সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো। যেখানে উপস্থিত ছিলেন খান পরিবারের সব সদস্য। হাজির হয়েছিলেন সলমন ও আরবাজের বোন অর্পিতাও।
২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ হয় আরবাজ খানের। তারপর বেশ কিছু দিন সিঙ্গল ছিলেন। সেই সময়ই রটে যায়, আরবাজ নাকি এক মডেলের প্রেমে পড়েছেন। তবে এই রটনার কয়েকদিন পর জানা যায়, মডেল নয় বরং মুম্বইয়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরার সঙ্গেই প্রেম করছেন আরবাজ। এই প্রেম পর্ব মিটিয়ে ২০২৩ সালে ফের বিয়ে করেন আরবাজ। আর বিয়ের দুবছর পর ফের বাবা হওয়ার খবর। এর আগে মালাইকার সঙ্গে আরবাজের একটি ছেলেও রয়েছে।
আরবাজের বর্তমান স্ত্রী সুরা, আরবাজের থেকে প্রায় ২৩ বছরের ছোট। আর তা নিয়ে ট্রোলের মুখেও পড়েছিলেন আরবাজ। তবে সেই ট্রোলকে পাত্তা দেননি আরবাজ বা সুরা কেউই। জানা যায়, পাটনা শুক্লা ছবির শুটিং ফ্লোর থেকেই আলাপ হয়েছিল আরবাজ ও সুরার। আর সেখান থেকেই প্রেম। এবার সংসারে নতুন সদস্য আসার পালা।
