AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘মনে হয় নিজেকে গালি দিচ্ছি’, মঞ্চে কেন রামপ্রসাদের গাইতে চান না অরিজিত্‍?

Arijit Singh: সাধক রামপ্রসাদ সেনের তৈরি বিখ্যাত গান 'মন রে কৃষি কাজ জানো না'। যদিও গত কয়েক মাসে এই গান আরও বেশি শ্রোতেদের মনে বসে গিয়েছে। নেপথ্যে রয়েছেন সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিং। নিজের অনেক কনসার্টেই এই গানটি গেয়েছেন গায়ক। অরিজিতের গানের ভঙ্গী শ্রোতাদের বাধ্য করেছে গানের প্রতিটা শব্দকে উপলব্ধি করতে।

'মনে হয় নিজেকে গালি দিচ্ছি', মঞ্চে কেন রামপ্রসাদের গাইতে চান না অরিজিত্‍?
| Edited By: | Updated on: Dec 04, 2024 | 4:21 PM
Share

সাধক রামপ্রসাদ সেনের তৈরি বিখ্যাত গান ‘মন রে কৃষি কাজ জানো না’। যদিও গত কয়েক মাসে এই গান আরও বেশি শ্রোতেদের মনে বসে গিয়েছে। নেপথ্যে রয়েছেন সঙ্গীতশিল্পী অরিজিত্‍ সিং। নিজের অনেক কনসার্টেই এই গানটি গেয়েছেন গায়ক। অরিজিতের গানের ভঙ্গী শ্রোতাদের বাধ্য করেছে গানের প্রতিটা শব্দকে উপলব্ধি করতে। কিন্তু রামপ্রসাদের এই গান একেবারেই মঞ্চে গাইতে চান না গায়ক।

কী কারণে মঞ্চে এই গান গাইতে মোটে ইচ্ছা করে না তাঁর। এবার কনসার্টে এসে সে কথাই জানালেন অরিজিত্‍। গায়ক যে আর পাঁচ জন ‘সেলিব্রিটি’-দের থেকে একেবারেই আলাদা সে কথা সকলেরই জানা। এখনও ছিমছাম ভাবে জীবন যাপনেই বিশ্বাসী তিনি। কাজের বাইরে মুর্শিদাবাদে নিজের বাড়িতেই অধিকাংশ সময় কাটান। দুই ছেলেকেও সেই ভাবেই মানুষ করছেন তিনি। তাই নিজের উপলব্ধির কথাই গানের মঞ্চে বললেন অরিজিত্‍।

গায়ক বললেন, “গানগুলোর কথা শুনলে মনে নিজেকে গালি দিচ্ছি। তাই এই গানটা গেয়ে উঠতে পারছিলাম না। সত্যিই তো কিছু শিখলাম না। কিছুই জানলাম না এই দেহের ফসল কাটতে হয়। কী করে জমি উর্বর করতে হয়। শুধুই হইহই করে গেলাম।” এ কথা বলেই মঞ্চে গান ধরলেন গায়ক। তাঁর সুরে আবারও মুগ্ধ শ্রোতারা। সম্প্রতি এক্স হ্যান্ডেলে তাঁর লেখা টুইটকে কেন্দ্র করে বিস্তর আলোচনা হয়েছিল। আরজি কর কাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর চুপ থাকেননি গায়কও। প্রতিবাদের ভাষা হিসাবে একটি গানও তৈরি করেন তিনি। অরিজিত্‍ যে খুবই বিরক্ত সে কথাও তিনি লেখেন প্রকাশ্যে। এই আলোচনার মাঝেই গায়কের এই পুরনো ভিডিয়ো আবারও ভাইরাল হয়েছে।