‘বদমাশ মহিলা’, সেলফি তোলার পর অভিনেত্রী অরিজিতাকে কেন এমন শুনতে হল…
Arijita Mukherjee: নিম ফুলের মধু ধারাবাহিকে রুবেল দাসের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। যেখানে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। TV9 বাংলায় ধারাবাহিকের সেরা পার্শ্ব চরিত্রে বিজেতা হলেন তিনি। সদ্য হয়ে গেল ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪।
অরিজিতা মুখোপাধ্যায়, পর্দায় তিনি বাবুর মা। অর্থাৎ নিম ফুলের মধু ধারাবাহিকে রুবেল দাসের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। যেখানে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। TV9 বাংলায় ধারাবাহিকের সেরা পার্শ্ব চরিত্রে বিজেতা হলেন তিনি। সদ্য হয়ে গেল ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪। সেখানেই পুরস্কার হাতে নিয়ে আবেগঘন অরিজিতা। শেয়ার করে নিলেন জীবনের এক মজার অভিজ্ঞতার কথা। প্রথমেই বললেন, “যে কোন পুরস্কারই মানুষকে উৎসাহ দেয়। যে কোনও মাধ্যম থেকে যখন বোঝা যায়, দর্শকদের কাছে চরিত্রটার জনপ্রিয়তা আছে, তখন ভাল লাগে। তারই তো চিহ্ন হিসেবে এটা পাওয়া। ফলে এটা দর্শকদের আশীর্বাদ। যা বারবার পেতে ইচ্ছে হয়। একটা সাহস তৈরি হয়, আমার পথটা ঠিক আছে।”
তবে খলনায়িকা হিসেবে অভিনয়টা বেজায় কঠিন। নিজের ব্যক্তি জীবনের চেহারা পাল্টে সম্পূ্র্ণ উল্টো মানুষ হয়ে ওঠা। দর্শকদের চোখে খারাপ মানুষ হয়ে ওঠা, চরিত্রের হাত ধরে। ফলে তাঁদের ভক্ত অনেকে হলেও সামনে দেখলে রাগ অনেকেই চেপে রাখতে পারেন না। আর সেই রাগ-ঘেন্নাই যেন এক খলনায়িকার কাছে পরম প্রাপ্তী। কারণ, কোথাও গিয়ে তাঁদের মনে হয়, চরিত্র হিসেবে তিনি সার্থক। অরিজিতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। পুরস্কার হাতে নিয়ে TV9 বাংলাকে অরিজিতা বললেন, “আমি সিনেমা দেখতে গিয়েছি একটা মলে। এক মহিলা, তিনি বাংলাদেশে থাকেন। তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজনকে নিয়ে আমার কাছে এসে ছবি তোলার আবদার করলেন। আমিও তুললাম। কিছু কথাও হল। তারপর চলে যাওয়ার পথে পিছন ফিরে তাকিয়ে আমায় বললেন, বদমাস মহিলা। ওটা একটা রবিবারের শপিং মল, ফলে ভিড়টা আপনারা আন্দাজ করতেই পারছেন। তখন মনে হল, ঠিক আছে। আমার পথটা সঠিক।”