প্রাক্তন! ফের দেখা মালাইকা-অর্জুনের, ফের কি প্রেম শুরুর ইঙ্গিত?
একফ্রেমে আসতেন না! হ্যাঁ, অন্তত এ ঘটনা গতকাল পর্যন্ত। তবে গতকাল রাতে মুম্বইয়ের এক অনুষ্ঠানে বদলে গেল চিত্র। শুধুই দেখা হল না মালাইকা ও অর্জুনের। বরং কাছে টেনে আলিঙ্গন এবং কানে কানে কথা! ব্যস, পাপারাজ্জিদের সেই ছবি হাত পরতেই ভাইরাল।

বহু আগেই সম্পর্কে ইতি পড়েছে। দূরত্ব এটোটাই বেড়়েছে যে, শুধু সোশাল মিডিয়া নয়, সামনা সামনি দেখা হলেও, কথা বলতেন না। এড়িয়ে যেতেন। কিন্তু যখনই কেউ প্রশ্ন করত, যে কী হল আপনাদের প্রেমের? তখন এ গাল হাসি! কয়েক মাস আগেই বলিউডের যে হট কপল, হিল্লি দিল্লি, প্যারিস, পর্তুগাল করে বেড়াচ্ছিল, তাঁরা এখন মুম্বইতেই অচেনা! হ্যাঁ, কথা হচ্ছে মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরকে নিয়ে।
হাঁটুর বয়সি প্রেমিক অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন পঞ্চাশের কোটার মালাইকা অরোরা। তবে তাঁকে দেখলে, পঞ্চাশ বলাটা জাস্ট যায় না! তাঁর শরীরী ভঙ্গিমা, মেদবিহীন অঙ্গ, এখনও ঝড় তোলে নতুন প্রজন্মের। ভালই চলছিল সম্পর্ক। কিন্তু হঠাৎ ব্রেকআপ! ব্যস, তারপর আর কি, যে যাঁর জীবনে ব্যস্ত।
এক ফিল্মি পার্টিতে দুজনের দেখা হলেও, একফ্রেমে আসতেন না! হ্যাঁ, অন্তত এ ঘটনা গতকাল পর্যন্ত। তবে গতকাল রাতে মুম্বইয়ের এক অনুষ্ঠানে বদলে গেল চিত্র। শুধুই দেখা হল না মালাইকা ও অর্জুনের। বরং কাছে টেনে আলিঙ্গন এবং কানে কানে কথা! ব্যস, পাপারাজ্জিদের সেই ছবি হাত পরতেই ভাইরাল। লোকে তো বলছে, ফের বুঝি সব অভিমান ভুলে, নতুন করে জুড়বে সম্পর্কের সুতো। তবে এ ব্য়াপারে স্পিক টি নট দুই পক্ষই।
এক টিনএজ়ার পুত্রের মা তিনি। নিজের থেকে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে প্রেম ছিলেন লিভইন-ও। ট্রোলাররা তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি কোনওদিনই। নেটপাড়া দাবি করেছে, মালাইকা অর্জুনের জীবন নষ্ট করছেন। নিজের প্রেম জীবন নিয়ে কথা বলতে গিয়ে মালাইকা বলেছেন, তিনি অর্জুনের জীবন নষ্ট করেননি।
দেখুন সেই ভিডিয়ো-
View this post on Instagram
মালাইকা নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন, “দুর্ভাগ্যবশত আমি কেবল এক বৃদ্ধা নই, আমার চেয়ে বয়সে অনেক ছোট একজন যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েওছি। এটা আমার সাহস, তাই না বলুন। আপনাদের মনে হতে পারে, আমি ওর জীবন নষ্ট করছি, তাই না? কিন্তু এমনটা তো নয়, আমি কি এক স্কুল ছাত্রের সঙ্গে প্রেম করছি আর সে আমার কারণে স্কুল কামাই করছে! তার লেখাপড়ার ক্ষতি হচ্ছে আমার কারণে!”
মালাইকা তারপর আরও বলেন, “অর্জুন একজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমরা দু’জনেই অ্যাডাল্ট। নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারি। যদি কোনও বয়সে বড় মানুষ একজন অল্প বয়সি মেয়েকে বিয়ে করেন, তখন তিনি খেলোয়াড়। কিন্তু উল্টোটা ঘটলেই সকলে বলতে থাকেন যৌনতার জন্য মহিলাটি এমন করছেন।”
