রণবীরের থেকে কম গুরুত্ব পেয়েছেন ববি দেওল? অবশেষে ‘অ্যানিম্যাল’ নিয়ে মুখ খুললেন অভিনেতা
অনেকের মতে, অ্য়ানিম্য়াল ছবি সমাজকে ভুল বার্তা দেয়। নতুন প্রজন্মকে হিংসা শেখায়। তবে এসবের মাঝখানে প্রশংসিত হয়েছিল রণবীরের অ্য়াকশন অবতার। কিন্তু এই ছবি যে অভিনেতাকে ফের বলিউডে নতুন জায়গা দিয়েছিল, তিনি হলেন ধর্মেন্দ্র পুত্র ববি দেওল।

২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল রণবীর কাপুর অভিনীত, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি অ্য়ানিম্যাল। তবে বক্স অফিসে টাকা আনার সঙ্গে সঙ্গে এই ছবিকে ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়েছিল। অনেকের মতে, অ্য়ানিম্য়াল ছবি সমাজকে ভুল বার্তা দেয়। নতুন প্রজন্মকে হিংসা শেখায়। তবে এসবের মাঝখানে প্রশংসিত হয়েছিল রণবীরের অ্য়াকশন অবতার। কিন্তু এই ছবি যে অভিনেতাকে ফের বলিউডে নতুন জায়গা দিয়েছিল, তিনি হলেন ধর্মেন্দ্র পুত্র ববি দেওল। যিনি কিনা বলিউডের পর্দা থেকে হারিয়ে গিয়েছিলেন অনেকদিন আগে। নেশায় গিয়েছিলেন ডুবে। সেই অভিনেতাকেই ফের লাইমলাইটে নিয়ে আসেন পরিচালক সন্দীপ। ছবিতে মাত্র ১৫ মিনিটেই রীতিমতো টেক্কা দিলেন রণবীরকে। এমনকী, অ্যানিম্য়াল ছবিতে ববির চরিত্র রাতারাতিই জনপ্রিয়তার শীর্ষে চলে যায়। তবুও কি রণবীরের মতো গুরুত্ব পেয়েছেন ববি?
অ্যানিম্যাল ছবি নিয়ে কখনই তেমন কিছু মন্তব্য করতে শোনা যায়নি ববি দেওলকে। যখনই তাঁকে প্রশ্ন করা হয়েছে, তখনই নানা টালবাহানা করেছেন। বিশেষ করে রণবীর কাপুরের সঙ্গে তাঁর তুলনা নিয়ে চুপই থেকেছেন ববি। তবে এবার এক সাক্ষাৎকারে মন খুলে কথা বললেন।
সত্য়িই কী অ্যানিম্যাল ছবিতে রণবীরের থেকে কম গুরুত্ব পেয়েছেন ববি? নাকি মাত্র ১৫ মিনিটেই রণবীরকে হারিয়ে বাজিমাত করেছেন?
এই প্রশ্নে ববি দিলেন কৌশলী উত্তর। রণবীরকে ছোট না করেই তিনি বললেন, যখন আমার কাজ আমার অনুরাগীরা পছন্দ করেন, তখন সেটা ১৫ মিনিট নাকি ৩ ঘণ্টা, তা ভাবি না। আমার কাছে প্রশংসাটাই গুরুত্ব পায়।
রণবীর কাপুরের প্রসঙ্গ তুলে ববি দেওল বলেন, ওতো গোটা তিন ঘণ্টা ধরে মানুষকে বিনোদন দিয়েছেন। আমি সেই তিন ঘণ্টার মধ্যে মাত্র ১৫ মিনিট ছিলাম। ও যদি তিন ঘণ্টা দর্শককে বসিয়ে না রাখত, তাহলে আমার ১৫ মিনিট কেউ দেখত না। তাই দুজনেরই গুরুত্ব রয়েছে।
