Gossip: বলিউড ভুলে পাক্কা গৃহিনী এখন ঐশ্বর্য, বাড়িতে কীভাবে কাটে সময়, ফাঁস করলেন জুনিয়ার বচ্চন

Aishwarya Rai Bachchan: সিনেমার কেরিয়ার নিয়ে কি বিন্দু মাত্র আর ভাবছেন না ঐশ্বর্য! মাঝে পর পর দুই ছবি করে আবারও তিনি মুখ ফিরিয়েছেন বলিউড থেকে। না কি ভাগ্যের ফেরেই বলিউড মুখ ফিরিয়েছে তাঁর থেকে, তা এখনও স্পষ্ট নয়।

| Edited By: | Updated on: Apr 06, 2022 | 9:58 AM
সিনেমার কেরিয়ার নিয়ে কি বিন্দু মাত্র আর ভাবছেন না ঐশ্বর্য! মাঝে পর পর দুই ছবি করে আবারও তিনি মুখ ফিরিয়েছেন বলিউড থেকে। না কি ভাগ্যের ফেরেই বলিউড মুখ ফিরিয়েছে তাঁর থেকে, তা এখনও স্পষ্ট নয়।

সিনেমার কেরিয়ার নিয়ে কি বিন্দু মাত্র আর ভাবছেন না ঐশ্বর্য! মাঝে পর পর দুই ছবি করে আবারও তিনি মুখ ফিরিয়েছেন বলিউড থেকে। না কি ভাগ্যের ফেরেই বলিউড মুখ ফিরিয়েছে তাঁর থেকে, তা এখনও স্পষ্ট নয়।

1 / 6
তবে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবি নিয়ে নানা জল্পনা তুঙ্গে। এই ছবি করার পরই বিবাহ বিচ্ছেদের দরজায় পৌঁছেছিল তাঁদের সম্পর্ক, তাই এবার আর ঝুঁকি নিচ্ছে না সেলেবস্টার! সম্প্রতি অভিষেক বচ্চনের কথায় তেমনই ইঙ্গিত স্পষ্ট।

তবে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবি নিয়ে নানা জল্পনা তুঙ্গে। এই ছবি করার পরই বিবাহ বিচ্ছেদের দরজায় পৌঁছেছিল তাঁদের সম্পর্ক, তাই এবার আর ঝুঁকি নিচ্ছে না সেলেবস্টার! সম্প্রতি অভিষেক বচ্চনের কথায় তেমনই ইঙ্গিত স্পষ্ট।

2 / 6
একের পর এক ভাল কাজ করছেন বর্তমানে অভিষেক বচ্চন। তবে ঐশ্বর্য কোথায়! সেই উত্তরেই তিনি জানান, তাঁর এই ভাল কাজের পেছনে থাকা মানুষটি হলেন ঐশ্বর্য, যিনি শক্তহাতে গোটা পরিবারকে ধরে রেখেছেন।

একের পর এক ভাল কাজ করছেন বর্তমানে অভিষেক বচ্চন। তবে ঐশ্বর্য কোথায়! সেই উত্তরেই তিনি জানান, তাঁর এই ভাল কাজের পেছনে থাকা মানুষটি হলেন ঐশ্বর্য, যিনি শক্তহাতে গোটা পরিবারকে ধরে রেখেছেন।

3 / 6
অভিষেকের কথায়, আমাদের সন্তানের প্রতিটা এতটাই নজর রেখেছে ঐশ্বর্য, যে আমি যেটা করতে চাই করতে পারি। তিনি নিজে কি আরাধ্যার হোমওয়ার্ক নিয়ে কখনও সাহায্য করেন! উত্তরে সাফ জানান অভিষেক না।

অভিষেকের কথায়, আমাদের সন্তানের প্রতিটা এতটাই নজর রেখেছে ঐশ্বর্য, যে আমি যেটা করতে চাই করতে পারি। তিনি নিজে কি আরাধ্যার হোমওয়ার্ক নিয়ে কখনও সাহায্য করেন! উত্তরে সাফ জানান অভিষেক না।

4 / 6
কারণ তিনি এক-দুবার দেখিয়েই ক্লান্ত হয়ে যান, কিন্তু ঐশ্বর্য এই বিষয় সম্পূর্ণ ধৈর্য্যের সঙ্গে দেখেন। এই দায়িত্ব তারই। আরাধ্যার প্রতি তাঁর ডেডিকেশন এক কথা অবিশ্বাস্য। স্ত্রীকে নিয়ে গর্বের সঙ্গে এমনটাই জানান তিনি।

কারণ তিনি এক-দুবার দেখিয়েই ক্লান্ত হয়ে যান, কিন্তু ঐশ্বর্য এই বিষয় সম্পূর্ণ ধৈর্য্যের সঙ্গে দেখেন। এই দায়িত্ব তারই। আরাধ্যার প্রতি তাঁর ডেডিকেশন এক কথা অবিশ্বাস্য। স্ত্রীকে নিয়ে গর্বের সঙ্গে এমনটাই জানান তিনি।

5 / 6
এখানেই শেষ নয়. আরও বলেন অভিষেক, আর ৫টা সাধারণ সন্তানের মতই আরাধ্যাকে বড় করছেন ঐশ্বর্য, খুব সাধারণভাবেই তাঁকে রাখা হয়। পার্টি করা, খেলা, বন্ধুদের সঙ্গে দেখা করা, সবটাই নিজে পরিচালনা করেন আরাধ্যার হয়ে ঐশ্বর্য্য।

এখানেই শেষ নয়. আরও বলেন অভিষেক, আর ৫টা সাধারণ সন্তানের মতই আরাধ্যাকে বড় করছেন ঐশ্বর্য, খুব সাধারণভাবেই তাঁকে রাখা হয়। পার্টি করা, খেলা, বন্ধুদের সঙ্গে দেখা করা, সবটাই নিজে পরিচালনা করেন আরাধ্যার হয়ে ঐশ্বর্য্য।

6 / 6
Follow Us: