AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনার হানায় প্রয়াত আয়ুষ্মানের সহঅভিনেত্রী রিঙ্কু সিং নিকুম্ভ

রিঙ্কুর শেষ ছবি ‘হ্যালো চার্লি’। এ ছবিতে জ্যাকি শ্রফ, আদর জৈনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। এ ছাড়াও টেলিভিশনে ‘মেরি হানিকারক বিবি’-র মতো ধারাবাহিকে রিঙ্কুর অভিনয় মনে রাখবেন দর্শক।

করোনার হানায় প্রয়াত আয়ুষ্মানের সহঅভিনেত্রী রিঙ্কু সিং নিকুম্ভ
আয়ুষ্মানের সঙ্গে রিঙ্কু সিং নিকুম্ভ (ডানদিকে), অভিনেত্রী আদতে যেমন (বাঁদিকে)। ছবি ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
| Edited By: | Updated on: Jun 04, 2021 | 4:26 PM
Share

প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী রিঙ্কু সিং নিকুম্ভ। করোনার হানায় তাঁর মৃত্যু হয়েছে বলে ইন্ডাস্ট্রির সূত্রে খবর। ‘ড্রিম গার্ল’ ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রিঙ্কু।

সূত্রের খবর, করোনা আক্রান্ত হওয়ার দিন কয়েক পর থেকেই রিঙ্কুর শারীরিক অবস্থার অবনতি হয়। গত ২৫মে থেকে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়। চিকিৎসকদের পরামর্শে রাখা হয় আইসিইউতে। তবে শেষরক্ষা হল না। রিঙ্কুর তুতো বোন চন্দা সিং নিকুম্ভ রিঙ্কুর প্রয়াণের খবর সাংবাদিকদের জানিয়েছেন।

চন্দা সাংবাদিকদের জানান, গত ৭ মে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন রিঙ্কু। আর কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় ডোজ পাওয়ার কথা ছিল তাঁর। এর মধ্যে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে রিঙ্কুর নাকি গোয়া যাওয়ার কথা ছিল। কিন্তু পরিবারের সদস্যরা করোনা পরিস্থিতির কারণেই তাঁকে যেতে দেননি।

রিঙ্কুর শেষ ছবি ‘হ্যালো চার্লি’। এ ছবিতে জ্যাকি শ্রফ, আদর জৈনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। এ ছাড়াও টেলিভিশনে ‘মেরি হানিকারক বিবি’-র মতো ধারাবাহিকে রিঙ্কুর অভিনয় মনে রাখবেন দর্শক।

রিঙ্কুর প্রয়াণের খবর আসতেই ভার্চুয়ালি তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন অনুরাগীরা। গত ২৬মে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রিঙ্কু। ক্যাপশনে লিখেছিলেন, ‘বিউটি ইন ব্ল্যাক’। সে ছবির কমেন্টে অনুরাগীদের অনেকেই শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

আরও পড়ুন, প্রিয়াঙ্কা নন, ফের ‘মাম্পি’র সঙ্গে ছবি শেয়ার রাহুলের, দিলেন নতুন নামও!