রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে বলে কথা। একের পর এক সেলেব স্টার যখন এই নিয়ে চর্চায় তুঙ্গে তখনই চুপিসারে বিয়ের সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছিলেন এই সেলেব জুটি। কাপুর পরিবারের বিয়ে বলে কথা। খুব সহজভাবেই বিষয়টা গুছিয়ে উপস্থাপনা করলেও, কোথাও গিয়ে যেন নিয়ম রীতিতে ফাঁক রাখতে নারাজ তাঁরা। আর সেই সূত্রেই একাধিক পারিবারিক অনুষ্ঠানে ধরা পড়ল হলদি থেকে শুরু করে মেহেন্দি। ছবিও থাকল না গোপনে। একের পর এক ছবি সামনে আসতেই তা মুহূর্তে হয়ে উঠল ভাইরাল। কখনও আলিয়াকে কোলে তুলে নিয়ে বাড়িতে প্রবেশ, কখনও আবার মেহেন্দু অনুষ্ঠানে জমজমাট নাচ।
জুতো চুরি থেকে শুরু করে শ্যালিকাদের দাবি মিটিয়ে নগদ টাকা দেওয়া। কোথাও গিয়ে যেন এক সাধারণ বিয়ের আসরে যা যা অনুষ্ঠান আমরা পালন করে থাকি, সবই একে একে হল এই বিবাহ আসরে। থাকল বি-টাউনের জন্য বিশেষ পার্টির আয়োজনও। আর এবার যা সামনে এলো, তা এই বিবাহ অভিযানকে আরও বেশ কিছুটা সাধারণের কাছাকাছি পৌঁছে দিল। কাপুর পরিবারের ছেলের বিয়ে বলে কথা, সেখানে শুভকামনার জন্য বৃহন্নলারাই বাদ যান কেন! তাই সকাল সকাল তাঁরাও উপস্থিত হলেন বাড়ির সামনে।
সেখানেই নেচে গেয়ে চাইলেন টাকা, তাঁদের খুশি করতে পারলেই দুহাত ভরে আশীর্বাদ করবেন তাঁরা। সুখী হবে নব দম্পতি। এই ভিডিয়ো পাপরাজিৎদের ক্যামেরাতে ধরা পড়তেই তা হয়ে উঠল ভাইরাল। কেউ বলল লাখে, কেউ বলল কোটিতে, কাপুর পরিবার বলে কথা, তাই যা চাইবেন তাই দিয়েই তাঁদের খুশি করা উচিত। কিন্তু সকলের সঙ্গে কোথাও গিয়ে যেন কাপুর পরিবারের দেওয়া অঙ্কটা মিলল না। কারণ একটাই, তাঁরা দিলেন ২২ হাজার টাকা। এই খবরও চাপা থাকল না নেট দুনিয়ার থেকে।
আরও পড়ুন- Viral Video: কাক বা বাঁদরের লক্ষ্যে করণ-তেজস্বী! মজার ভিডিয়োতে ভাইরাল টেলি দুনিয়াস্টার