আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে, ক্যাটরিনা-ভিকি কৌশলের পর এবার নতুন জল্পনায় এই সেলেবস্টার। রাখঢাক বজায় রেখেই চলছে জোর প্রস্তুতি। আলোর মালায় সেজে ওঠা ম্যানশন থেকে শুরু করে ভেনু সাজাতে মরিয়া এখন দুই পরিবার। ১৪ এপ্রিল থেকে শুরু করে ১৭ এপ্রিল, বিবাহ অভিযানে রয়েছে একাধিক পরিকল্পনা। তবে এখনও সামনে আসেনি পরিবারের পক্ষ থেকে কোনও মতামত, জানানো হয়নি বিয়ের সঠিক দিনক্ষণও। তারই মাঝে সামনে এসেছিল, বাকি সেলেবদের মতই এই সুপারস্টারদের প্রথম পচ্ছন্দ সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকই। আর বিয়ের জন্য প্রস্তুত সেই পোশাক। এবার পৌঁছে গেল আলিয়া রণবীরের বাড়িতে।
প্রতিটা মুহূর্তে এখন দুই পরিবারের প্রতি কড়া নজর পাপরাজিৎদের। প্রস্তুতির একটি খবরও আড়াল থাকছে না ভক্তদের চোখ থেকে। একের পর এক আপডেট সামনে আসছে। যদিও ঢেকে ফেলা হচ্ছে বিবাহ আসর কড়া নিরাপত্তায়, ভিকি কৌশল ও ক্যাটরিনার বিয়ের মতই এই বিয়ের আসরেও তোলা যাবে না একটি ছবিও। আগে থেকে তেমনই নির্দেশাবলী সাজিয়ে রাখা হয়েছে। যাতে বিয়ের স্থান থেকে কোনও খবরই সামনে না আসে। যদিও বিয়ের মেনু থেকে ভেনু, পোশাক থেকে শুরু করে প্রস্তুতি সব খবরই নেটপাড়ায় ভাইরাল।
এবার সামনে এলো বিয়ের পোশাক ডেলিভারির ছবি। এক গাড়ি পোশাক পৌঁছে গেল, গাড়ি থেকে পোশাক নামিয়ে নেওয়ার ভিডিয়ো হয়ে উঠল ভাইরাল। সেই ভিডিয়ো-তেই এখন বুঁদ নেট দুনিয়া। বিয়ে হচ্ছে, সেই প্রসঙ্গে আর কোনও মতোবিরোধ নেই, এবার শুধু জানার অপেক্ষার ১৭ এপ্রিল ঠিক কোন সময় কোন লগ্নে চার হাত এক হতে চলেছে। একে বারে কাপুর পরিবারের বউ হয়েই কী দেখা মিলবে আলিয়ার, তার আগে কোনও মতেই দর্শন দিলেন না দুই স্টার, একদিকে যেমন বিয়ে, অন্যদিকে তেমনই ব্রহ্মাস্ত্র ছবির দাপটেও কড়া নজর ভক্তদের, সব মিলিয়ে এখল কেবলই বি-টাউনের এই দুই স্টারেরই রাজত্ব খবরের শিরোনামে।
আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড
আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা