সাতপাক নয়, বিয়েতে নাকি চার পাক ঘুরেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই তথ্য জানিয়েছেন আলিয়ার দাদা রাহুল ভাট। কেন এ হেন নিয়ম পরিবর্তন? রাহুল জানিয়েছেন তাঁদের পরিবারে নাকি এমনটাই নিয়ম। একই সঙ্গে বিয়ে নিয়ে রাহুল এমন কিছু তথ্য জানিয়েছেন যা একেবারে নতুন।ইন্ডিয়া টুডে কে দেওয়া এক সাক্ষাৎকারে বছরের প্রথম বিগবাজেট বিয়ের নানা ধরনের আভ্যন্তরীণ তথ্য ফাঁস করেছেন মহেশের প্রথম পক্ষের সন্তান।তিনি জানান, বহু বছর ধরে কাপুর পরিবারের যাবতীয় কাজকর্ম যে পুরোহিত দেখেছেন তিনিই রণবীর-আলিয়ার বিয়ে দিয়েছেন। প্রতিটি পাকের আলাদা আলাদা তাৎপর্য আছে বলেও জানিয়েছেন রাহুল।
তাঁর কথায়, “একটি ধর্মের জন্য, অন্যটি সন্তানের জন্য। আরও অনেক কিছু আছে। আমার পরিবারে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। আর আমাদের পরিবারের রীতি মেনে ৭ টা হয় হয়েছে ৪ টি পাক।” জানা যাচ্ছে মালাবদলের পর নাকি আলিয়াকে টেনে নিয়ে চুম্বনে ভরিয়ে দেন রণবীর কাপুর। আলিয়াকে মেয়ের মতো ভালবাসা করণ জোহরও নাকি চোখের জল ধরে রাখতে পারেননি কিছুতেই। অতিথির সংখ্যা সামান্য হলেও আয়োজন ছিল বেশ জাঁকজমক। হাজার হোক, বলিউডের অন্যতম দুই আইকনিক পরিবার ভাট ও কাপুরের বিয়ে বলে কথা!
অনেক জল্পনার পর গতকাল অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে বিয়ে করেছেন রণবীর-আলিয়া। তাঁদের বিয়ে নিয়ে বিগত এক মাস ধরেই বাড়ছিল উত্তেজনা। বিয়ের সঠিক তারিখ নিয়েও ছড়াচ্ছিল নানা বিভ্রান্তি। বিয়ের কিছু দিন আগেও কাজ করেছেন রণবীর। বিয়ে কে করছেন তা নিয়েও মুখ খোলা তো দূর তাঁদের প্রিয়জনেরাও কিছু বলেননি। ছিমছাম বিয়ের আয়োজন শেষ হয়েছিল আলিয়া-রণবীরের আদরমাখা ছবি দিয়ে। আপাতত ছোট্ট একটা ব্রেক। এর পরেই আবারও কাজে ফিরবেন এই দম্পতি।
আরও পড়ুন- প্রাক্তনের বিয়ে! এড়িয়ে গেলেন নাকি শুভেচ্ছা জানালেন রণবীরের দুই সুন্দরী ‘এক্স’?
আরও পড়ুন- পরিবারের অমতে বিয়ে, তিন-তিনবার গর্ভপাতের নিদারুণ কাহিনী শোনালেন ময়না-সম্রাট