মেয়ে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে ভেবে মন খারাপ হয় না কোন বাবা-মায়ের। কিন্তু আলিয়া-রণবীর তো বহু বছর ধরেই ছিলেন লিভ ইনে। পরিবারের থেকে আলাদা থাকার অভ্যেস রয়েছে তাঁদের। তবু রালিয়ার বিয়েতে হল একপ্রস্থ কান্নাকাটি। না, বাবা মহেশ ভাট অথবা মা সোনি রাজদান নয়, বরং চোখে জল অন্য এক বলিউড তারকার, যিনি আলিয়ার কাছে বাবার চেয়ে কম কিছু না।
সেই মানুষটিও আলিয়াকে ভালবাসেন নিজের মেয়ের মতো। যদিও দুজনের বয়সের ফারাক বাবা-মেয়ের মতো নয়। তবু অনুভূতি কি বয়স মানে? তাঁর হাত ধরেই বলিউড চিনেছেন আলিয়া। তাঁর হাত ধরেই বলিউডে যাত্রাও শুরু করেছিলেন আলিয়া। সমস্ত ভালমন্দের খতিয়ান জমা আছে তাঁর কাছে। আছে সমস্ত উত্থান পতনের পুঙ্খানুপুঙ্খ হিসেবও। তিনি করণ জোহর, বলিউডে অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত পরিচালক।
সূত্র বলছে, আলিয়াকে বিয়ের পোশাকে দেখে চোখে জল ধরে রাখতে পারেননি করণ। কেঁদে ফেলেন হঠাই। চোখে জল দীর্ঘদিনের বন্ধু অয়ন মুখোপাধ্যায়েরও। এঁদের দুজনের কাছেই আলিয়া-রণবীর যে বড় কাছে। প্রেমের শুরু থেকে বিয়ে– এই পুরো জার্নিটার সাক্ষী থেকেছেন তাঁরা। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক অবশেষে গড়াল প্রেমে– এই পরিপূর্ণতাই কি আবেগঘন করে দেওয়ার জন্য যথেষ্ট নয়?
অনেক জল্পনার পর গতকাল অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনে বিয়ে করেছেন রণবীর-আলিয়া। হাতে গোনা লোক ছিলেন আমন্ত্রিত। ছিমছাম বিয়ের আয়োজন শেষ হয়েছিলে আলিয়া-রণবীরের আদরমাখা ছবি দিয়ে। আপাতত ছোট্ট একটা ব্রেক। এর পরেই আবারও কাজে ফিরবেন এই দম্পতি।
আরও পড়ুন- প্রাক্তনের বিয়ে! এড়িয়ে গেলেন নাকি শুভেচ্ছা জানালেন রণবীরের দুই সুন্দরী ‘এক্স’?
আরও পড়ুন- পরিবারের অমতে বিয়ে, তিন-তিনবার গর্ভপাতের নিদারুণ কাহিনী শোনালেন ময়না-সম্রাট