কাজের ফাঁকে ভক্তদের সঙ্গে নতুন খেলায় মেতেছিলেন অভিনেতা অনুপম খের। খেলার নাম আস্ক মি এনিথিং। অর্থাৎ অভিনেতাকে যা ইচ্ছে তাই জিজ্ঞাসা করা যাবে। তিনি এক এক করে ভক্তের প্রশ্নের উত্তর দেবেন। এরকমই একটি সেশনে, এক ব্যক্তি অনুপমকে সরাসরি আক্রমণ করে বললেন, তিনি বেকার। তাঁর কোনও কাজ নেই। অনুপমও চুপ রইলেন না। পাল্টা জবাব দিলেন সেই ব্যক্তিকেও।
অনুপমকে তিনি লেখেন, “আমরা তোমার মতো বেকার নই। তাই এখানে বসে টাইম পাস করার অবকাশও নেই।” অনুপমের রাজনৈতিক মতাদর্শ নিয়েও কটাক্ষ করেন সেই ব্যক্তি। অনুপম পাল্টা লেখে , “এটা বলার জন্যও তো সেই জবাব দিতেই হল। আসলে তুমি যতই চাও আমায় অবজ্ঞা করতে পারবে না।” এ তো গেল সমালোচনা বহু মানুষ তাঁর ব্যক্তিগত খুঁটিনাটির ব্যাপারেও জিজ্ঞাসা করেছেন। এই যেমন একজন জানতে চেয়েছেন তিনি খানের মধ্যে অনুপমের কাকে বেশি পছন্দ? অনুপম জানিয়েছেন অভিনেতা হিসেবে তিন জনই পছন্দ তাঁর। কখনওই তাঁদেরকে কোনও রেটিংয়ের আওতায় আনতে চান না তিনি।”
অনুপম খেরের স্ত্রী কিরণ ক্যানসারে আক্রান্ত। তিনি কেমন আছেন সেই প্রশ্নের জবাবে অনুপম জানিয়েছেন, আগের থেকে এখন অনেকটাই ভাল আছেন তিনি। এই মুহূর্তে বিদেশে শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। দিন কয়েক আগেই কিরণের সঙ্গে পার করেছেন বিবাহিত জীবনের ৩৬ বছর। তিনি লিখেছিলেন, ‘৩৬তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা কিরণ। সম্ভাব্য সব আবেগ মিলিত করে এ এক দীর্ঘ যাত্রা। হাসি, কান্না, ঝগড়া, বন্ধুত্ব, ভালবাসা, একসঙ্গে থাকা। এই সাদা-কালো ছবিতে আসলে সব রং রয়েছে। সুস্থ থাকো। ভালবাসা এবং প্রার্থনা সব সময় রয়েছে।’
She is much better! Thanks! ? https://t.co/xQauL8CKFg
— Anupam Kher (@AnupamPKher) September 3, 2021
গত কয়েক মাস ধরেই ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী তথা রাজনীতিবিদ কিরণ খের। ক্যানসারের চিকিৎসার বেশ কিছু তথ্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অনুপম। যন্ত্রণাদায়ক এই চিকিৎসা পদ্ধতি মনের জোরে কিরণ পেরিয়ে যাচ্ছেন বলে মনে করেন অনুপম। ক্যানসার আক্রান্ত হওয়ার পর খুব কম প্রকাশ্যে দেখা গিয়েছে কিরণকে।
সম্প্রতি অন্য এক সাক্ষাৎকারে অনুপম বলেন, “কিরণের শরীর আগের থেকে ভাল আছে। কিন্তু এটা কঠিন চিকিৎসা। ও মাঝেমধ্যে বলে, লকডাউন, করোনা পরিস্থিতি গোটা ব্যাপারটাকে আরও জটিল করে দিল। চিকিৎসার দিক থেকে মন সরিয়ে রাখা দরকার। কিরণ বাইরে যেতে পারছে না। কারও সঙ্গে দেখা করতে পারছে না। কেমোথেরাপির দিনগুলোতে খুব কষ্ট পায়। আমরা সকলেই চেষ্টা করছি। ও নিজেই ভাল থাকার চেষ্টা করছে। চিকিৎসকরা চেষ্টা করছেন। কিন্তু ভাল হওয়ার জন্য ওর মনের জোরও দরকার। ও চেষ্টা করছে।”
এই কঠিন পরিস্থিতি সকলকে একসঙ্গে লড়াই করার আহ্বানও জানিয়েছেন তিনি। কিরণ ব্লাড ক্যানসারে আক্রান্ত। সোশ্যাল ওয়ালেই সে খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন অনুপম। কিরণের চিকিৎসা চলছে।
আরও পড়ুন- Sidharth Shukla: আলিয়ার বিপরীতে বলি-ডেবিউ, বচ্চন-ভক্ত সিদ্ধার্থের দীর্ঘ সময় কাটত জিমেই
আরও পড়ুন-‘এবার থেকে কুনজরে বিশ্বাস করব…’, সিদ্ধার্থের অকালমৃত্যু মানতেই পারছেন না ওঁরা!