বাবার অমতে দ্বিতীয় বিয়ে? আরবাজকে নিয়ে বিস্ফোরক সেলিম
Bollywood Gossip: আরবাজের জীবনেও অনেক সম্পর্ক উঁকি দিয়েছে। কখনও সামনে আসতে দেখা গিয়েছে মডেল, কখনও আবার মেকআপ আর্টিস্ট। এবার সেই মুম্বইয়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকেই বিয়ে করলেন তিনি। তাই সলমন খানের বাড়িতে বিয়ের সানাই বেজে উঠেছে।
২৪ ডিসেম্বর, মহা ধূমধামে বিয়ে হয় সলমন খানের ভাই আরবাজ খানের। ১৯ বছর আগে সেই আরবাজই মালাইকা আরোরার গলায় মালা দিয়েছিলেন। প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা। একে অন্যের সঙ্গে দীর্ঘদিন সংসারও করেছিলেন। রয়েছে একটি পুত্র সন্তানও। তবে হঠাৎই ঘটে ছন্দপতন। সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন মালাইকা আরোরা। তাঁর জীবনে আসে নয়া প্রেম। বনি কাপুরের ছেলে অর্জুন কাপুরকে মন দিয়েছেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই বিবাহ বিচ্ছেদের পথ বেছে নিয়েছিলেন তাঁরা। তবে থেকে আরবাজের জীবনেও অনেক সম্পর্ক উঁকি দিয়েছে। কখনও সামনে আসতে দেখা গিয়েছে মডেল, কখনও আবার মেকআপ আর্টিস্ট। এবার সেই মুম্বইয়ের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খানকেই বিয়ে করলেন তিনি। তাই সলমন খানের বাড়িতে বিয়ের সানাই বেজে উঠেছে।
তবে বাড়িতে ছেলের বিয়ে, এই খুশির মরশুমে কী বলে বসলেন সেলিম খান? তিনি নাকি কিছু জানতেনই না! তাঁর ছেলে আরবাজ নাকি এই প্রসঙ্গে তাঁর সঙ্গে কোনও আলোচনাই করেননি! একী বললেন সেলিম। বাবার পরামর্শ ছাড়াই বিয়ে? সেলিমের মুখে এই কথা প্রকাশ্যে আসা মাত্রই তা নিয়ে বিভিন্ন মহলে শোরগোল তুঙ্গে। যদিও খান পরিবারে যা হয়, সবটাই সবাইকে নিয়ে। তবে কী এই বিয়েতে মত ছিল না তাঁর, তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা এখনও মেলেনি। তিনি কেবল এটাই জানান, এই বিয়ে নিয়ে তাঁর ছেলে তাঁর সঙ্গে কোনও পরামর্শ করেননি।
প্রসঙ্গত, সুরার সঙ্গে এই বিয়েতে আরবাজ় বেশি লোককে ডাকেননি। কেবলই পরিবারের প্রিয়জনেরা এবং নিকট বন্ধুরাই হাজির ছিলেন। এই প্রেমের কথাও খুব বেশি লোক জানাজানি হয়নি। বিদেশি অভিনেত্রী জিওর্জিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর আরবাজ় ‘সিঙ্গল’, এমন কথাই জানতেন সকলে। ফলে সুরার সঙ্গে তাঁর বিয়ের খবর অনেককেরই চোখ কপালে তুলে দিয়েছে।