Bollywood Controversy: আরশাদ ওয়ারসির অভিশাপেই কি ভোগান্তিতে বিগ বি, অতীত উস্কে বিস্ফোরক অভিনেতা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 11, 2022 | 5:43 PM

Arshad Warsi- অমিতাভ কি সত্যি গডফাদার আরশাদের, বলিউড ডেবিউ প্রসঙ্গে মুখ খুলতে গিয়ে কোন ইতিহাস তুলে ধরলেন অভিনেতা।

Bollywood Controversy: আরশাদ ওয়ারসির অভিশাপেই কি ভোগান্তিতে বিগ বি, অতীত উস্কে বিস্ফোরক অভিনেতা

Follow Us

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) মানেই বি-টাউনের এক অভিভাবক, যাঁর ছত্রছায়ায় অনেক স্টার আশ্রয় নিয়ে থাকেন, কেউ তাঁর স্ট্রাগেল, কেউ আবার তাঁর দক্ষতাকে পাখির চোখ করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন। তবে তাঁরই হাত ধরে বলিউডে নাম লেখানোর সৌভাগ্য কি সকলের হয়! না, তেমনটা নয়, তবে সেই ক্ষেত্রে ভাগ্যের শিঁকে ছিঁড়েছিল অভিনেতা আরশাদ ওয়ার্সির (Arshad Warsi), তবে অভিজ্ঞতা জুড়ে বেশ কিছুটা প্রশ্ন বা কিন্তু আজও তাঁর মনে বর্তমান। হাত ধরে টিনসেল টাউনে পা- রাখতে পাশে দাঁড়িয়ে ছিলেন অমিতাভই, কীভাবে! তখন বি-টাউনে জাঁকিয়ে বসার স্বপ্ন দেখছিলেন বিগ বি। খুলে ফেলেছিলেন নিজের প্রযোজনা সংস্থা, নাম অবিপিএল। স্বপ্নপূরণে সুপারস্টার নিয়েছিলেন অনেক বড় ঝুঁকি।

সেই সংস্থার হয়েই প্রথম অভিনয়ে খাতেখড়ি ঘটেছিল আরশাদের। সেই হিসেবেই গড ফাদারের তকমা তিনি অমিতাভ বচ্চনকেই দিতে চেয়েছিলেন। তবে প্রসঙ্গ সুত্রে, একটা সহজ কিন্তু জুড়ে দিতে পিছু পা হননি। কারণ পরবর্তীতে এই সংস্থা তাঁর পাশে দাঁড়াননি। সম্প্রতি এমনই মন্তব্য করে নেটপাড়ায় ঝড় তুলেছেন কমেডিয়ান অভিনেতা। সেই কারণেই কি মুখ থুবরে পড়তে হল অমিতাভের সংস্থাকে! এই ইতিহাস কমবেশি সকলেরই জানা। ২০০০ সালের দোরগোড়ায় দেউলিয়া ঘোষণার পথে ছিলেন বিগ বি। হয়ে গিয়েছিলেন সর্বশান্ত।

ধারের টাকা চোকাতে গিয়ে অভিষেক বচ্চনের পড়াশুনাতেও পড়েছিল কোপ। সেই মুহূর্তে ঘুরে দাঁড়াতে পাশে ছিল একটাই সংস্থা, সোনি, শুরু হয়েছিল কউন বনেগা ক্রোড়পতী। পাশাপাশি মহব্বতে ছবি দিয়ে কামব্যাক করেছিলেন অমিতাভ বচ্চন। বন্ধ হয়ে গিয়েছিল তাঁর প্রযোজনা সংস্থা। তারপর সবটাই ধামাচাপা। সব ভুলে আবারও ছন্দে ফিরে বর্তমানে বি-টাউন কাঁপাচ্ছেন অমিতাভ বচ্চন। তবে বর্তমানে আবারও সেই প্রসঙ্গ টেনে অমিতাভের জীবনের কালো অধ্যায়কে আবারও সকলের সামনে নিয়ে এলেন আরশাদ। যদিও এই নিয়ে কোনও মতামতই সামনে আনেননি অমিতাভ বচ্চন। বর্তমানে বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আরশাদ। তারই মধ্যে অন্যতম হল বচ্চন পান্ডে, বি-টাউন ডেবিউ প্রসঙ্গ উঠতেই তিনি অমিতাভ প্রসঙ্গে এমনটাই মত প্রকাশ করে বসায়, বর্তমানে সরগরম নেটপাড়া।

আরও পড়ুন- Ananya Pandey On Bollywood: নেপোটিজমের আশীর্বাদ নয়, কয়েক বছরেই হার-জিত চাক্ষুস করেছে অনন্যা

আরও পড়ুন: Shatarup Ghosh: ঘনঘন ফিল্মি পার্টিতে, মোশারফ করিমের সঙ্গে ছবি, শতরূপ কি এ বার টলিউডের ‘হিরো’?

আরও পড়ুন: Parambrata Chattopadhyay: পর্দায় বার বার মহিলাদের সহযোগী হতে আপত্তি নেই পরমব্রতর

Next Article