Alia Bhatt-Ranvbir Kapoor: কত তারিখে প্রেমিকা আলিয়াকে বিয়ে করছেন রণবীর কাপুর?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Mar 30, 2022 | 2:52 PM

Alia Bhatt Ranbir Kapoor Marriage: অনুরাগীরা ভালবেসে এই জুটির নাম দিয়েছেন 'রালিয়া'। তাঁদের বিয়ের দিকে তাকিয়ে আছেন ভক্তরা।

Alia Bhatt-Ranvbir Kapoor: কত তারিখে প্রেমিকা আলিয়াকে বিয়ে করছেন রণবীর কাপুর?
আলিয়া ভাট ও রণবীর কাপুর।

Follow Us

৩১ মার্চ থেকে স্ট্রিম করতে শুরু করবে ঋষি কাপুর (Rishi Kapoor) শেষ অভিনীত ছবি ‘শর্মাজি নমকিন’। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ রোগভোগের পর ঋষি প্রয়াত হয়েছেন ২০২০ সালের ৩০ এপ্রিল। ‘শর্মাজি নমকিন’-এর সিংহভাগ শুটিং করেই না ফেরার দেশে চলে গিয়েছিলেন কাপুর বংশের রাজা ঋষি। তাঁর অসমাপ্ত ছবিতে তাঁরই চরিত্রের অসমাপ্ত অংশের অভিনয় সম্পূর্ণ করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। চলছিল সেই ছবিরই প্রচার পর্ব। বাবা নেই, তাই বাবার হয়ে প্রত্যেকটি প্রচারে অংশ নিতে দেখা যায় পুত্র রণবীর কাপুরকে (Ranbir Kapoor)। তাঁরও ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে মাস খানেক পরে। আলিয়া ভাটের (Alia Bhatt) সঙ্গে তাঁর প্রথম ছবি এটাই। সেই ছবি থেকেই প্রেম শুরু। রণবীরের অন্যসব প্রেমের মতো নয়। বলছে বলিউড। আলিয়াকে কাপুর পরিবার গ্রহণ করে নিয়েছে। ঋষির অত্যন্ত প্রিয় পাত্রী ছিলেন আলিয়া। প্রিয় পাত্রী রণবীরের মা অভিনেত্রী নীতু সিংয়েরও। তাঁদের বিয়ে নিয়ে অনেক আলোচনা চলছে অনেকদিন থেকেই। কেউ-কেউ বলছেন গোপনে বিয়ে করে নিয়েছেন আলিয়া-রণবীর। অনুরাগীরা ভালবেসে এই জুটির নাম দিয়েছেন ‘রালিয়া’। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পরই নাকি রালিয়ার ছাদনাতলায় বসার কথা। খবর ছিল ডিসেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন রণবীর-আলিয়া। বাবা ঋষির ছবি ‘শর্মাজি নমকিন’-এর প্রচারে এসে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর। রণবীর কি বিয়ের তারিখটাও বলে দিলেন?

‘শর্মাজি নমকিন’-এর প্রচারে এসে রণবীর বলেছেন, “আমি তারিখটা বলব না। কারণ এটা একটা মিডিয়া ইন্টাব়্যাকশন। বিয়ের তারিখ বলার জায়গা নয়। কিন্তু আমার আর আলিয়ার তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা আছে। এটুকুই বলতে পারি, আমরা তাড়াতাড়ি বিয়ে করছি।”

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছে কাপুর পরিবার। বিয়ের গুঞ্জন নিয়ে রণবীরের এক কাকিমা রিমা জৈন বলেছিলেন, “আমরা জানি না। রণবীর-আলিয়ার বিয়ে হবে ঠিকই, কিন্তু কবে বিয়ে হবে, তা আমরা জানি না। আমরা এখনও পর্যন্ত কোনও প্রস্তুতি নিইনি। তাহলে এত তাড়াতাড়ি কীভাবে বিয়ে হবে বলুন।”

আরও পড়ুন: Salman Khan-Will Smith: ‘বিলো দ্য বেল্ট মস্করা হলে মাথা গরম হবেই, চড় মারবেই’, উইলের চড় নিয়ে ‘রগচটা’ সলমনের জবানি

আরও পড়ুন: Alia Bhatt: ‘আরআরআর’ ছবিতে মাত্র কয়েকটি দৃশ্যে আলিয়া, আনফলো করলেন রাজামৌলিকে, মুছলেন তাঁর সঙ্গে তোলা সব ছবি

আরও পড়ুন: Will Smith-Chris Rock: মঞ্চেই চড়, মঞ্চেই ক্ষমা, তবুও উইলের বয়ান বলছে, ‘যা করেছেন, বেশ করেছেন’

Next Article