Saba Azad: অসুস্থ ‘প্রেমিকা’ সাবা আজাদের কণ্ঠে সত্যজিৎ রায়ের গান, মুগ্ধ হলেন হৃতিক

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 07, 2022 | 3:46 PM

Saba Azad: সত্যজিৎ রায়ের 'গুপী গাইন বাঘা বাইন' ছবির 'মহারাজা তোমারে সেলাম'-ই শোনা গেল তাঁর কণ্ঠে। মুগ্ধ হৃতিক মন্তব্য বক্সে লিখলেন, 'তুমি অসাধারণ এক মানুষ'।

Saba Azad: অসুস্থ প্রেমিকা সাবা আজাদের কণ্ঠে সত্যজিৎ রায়ের গান, মুগ্ধ হলেন হৃতিক
হৃতিক ও সাবা।

Follow Us

আরও একবার হৃতিককে মুগ্ধ করলেন রিউমারড প্রেমিকা সাবা আজাদ। এমনিতেই তাঁর গুণগ্রাহী হৃতিক। এবার সত্যজিতের গান গেয়ে রীতিমতো তাক লাগিয়ে দিলেন সাবা। সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির ‘মহারাজা তোমারে সেলাম’-ই শোনা গেল তাঁর কণ্ঠে। মুগ্ধ হৃতিক মন্তব্য বক্সে লিখলেন, ‘তুমি অসাধারণ এক মানুষ’।

সাবা অসুস্থ, শরীরে শক্তিও প্রায় শেষ। কিন্তু গান তো সৃষ্টির আনন্দ। তিনি ফিরে গেলেন ছোটবেলায়। লিখলেন, “যখন ছোট ছিলাম তখন বাবা-মা আমায় সত্যজিৎ রায়ের ক্লাসিক ‘গুপী গাইন বাঘা বাইন’-এর ক্যাসেট কিনে দিয়েছিলেন। তখন বাংলা কিছুই বুঝতাম না আমি। কিন্তু কী করে জানি না ওই ক্যাসেট টেপই আমার সবচেয়ে প্রিয় হয়ে উঠল। আর ওই গানের প্রতিটি শব্দ আমি শিখে ফেললাম। যদি উচ্চারণের ভুল ছিলই। — আমি কিন্তু মানে বুঝতাম না গানটির। কিন্তু ওই যে ভাষাটা বড় কথা নয়।”

সাবা এখানেই থামেননি। তিনি আরও লেখেন, “বহু বছর পর যখন এক অলস সন্ধেতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম আমি অনুভব করি ওই গান আমি ভুলে যাইনি। সব হুবহু মনে থেকে গিয়েছে। এই ভাঙা গলায় আমার ভালবাসার গানের কিছুটা। যদি সাহস দেন তবে পুরোটাই শোনাতে পারি। যদিও গলা খারাপ থাকার জন্য আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।”

সাবার উচ্চারণ, প্রতিটা শব্দকে ধরে বলা মুগ্ধ করেছে নেটিজেনকেও। সাবার সঙ্গে সঙ্গে তাঁরাও ফিরে গিয়েছেন নস্টালজিয়ায়। একই সঙ্গে হৃতিকের প্রশংসা তো রয়েছেই। জানুয়ারির শেষ থেকেই সাবার সঙ্গে হৃতিকের প্রেম নিয়ে তোলপাড় বলিউড। ওই মাসেই সাবাকে নিয়ে এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন হৃতিক। রেস্তরাঁ থেকে বের হওয়ার সময়েই তাঁদের ঘিরে ধরে পাপারাজ্জি। সাবার হাত শক্ত করে ধরেছিলেন হৃতিক। দুজনের মুখেই ছিল মাস্ক। তাই মাস্ক ঢাকা মুখের ‘রহস্যময়ী’র পরিচয় প্রথমে সামনে আসেনি। কিন্তু নেটদুনিয়ায় চাপা থাকে না কিছুই। মাস্ক ঢাকা মুখের নেপথ্যে পরিচয় প্রকাশ্যে আনতে বেশি সময় লাগেনি। সাবা আর হৃতিক তাঁদের সম্পর্ক নিয়ে চুপ থাকলেও বলিপাড়ার গুঞ্জন বলছে প্রেমের বয়স নাকি দু’মাস। চুপিসারে হয়ে গিয়েছে এক ট্রিপও।

সাবার বর্তমান বয়স ৩২। ২০০৮ সালে ‘দিল কবাড্ডি’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ হয় তাঁর। এর পরে ২০১১ সালে অভিনেতা সাকিব সালিমের বিপরীতে ‘মুঝসে ফ্র্যান্ডশিপ করোগে’তে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর শেষ ছবি ‘ইশক’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। তবে অভিনয়ই সাবার একমাত্র পেশা নয়। একাধারেও তিনি সঙ্গীতশিল্পী ও লিরিসিস্টও। সব মিলিয়ে গুণের আধার সাবা আজাদ।

আরও পড়ুন-Bengali Serial Pilu: ‘পিলু’ ধারাবাহিকের সেটে কোন অভিনেতা ‘র‍্যাগিং’ করেছিলেন মেঘাকে?

আরও পড়ুন-Shane Warne: তাঁর বায়োপিকে কোন অভিনেতাকে দেখতে চেয়েছিলেন ‘ক্রিকেটের বরপুত্র’ শেন ওয়ার্ন?

 

 

Next Article