আর্থিক জালিয়াতির অভিযোগের বিরুদ্ধে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এক বিবৃতি প্রকাশ করে সোনাক্ষী জানিয়েছেন, এক ব্যক্তি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তাঁর বিরুদ্ধে এ হেন অভিযোগ এনেছে। তাঁর আরও দাবি, তাঁর বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি।
এ দিন বিবৃতিতে সোনাক্ষী লেখেন, “বেশ কিছু দিন যাবৎ শোনা যাচ্ছে আমার নামে নাকি জামিন অযোগ্য ধারায় এক গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।আপনাদের জানিয়ে রাখি আমার এই খবর সত্যি নয়। এক ব্যক্তি আমায় ইচ্ছাকৃত ভাবে নাস্তানাবুদ করার চেষ্টা করছে। ” সমস্ত সাংবাদিক, মিডিয়া হাউজের কাছে সোনাক্ষী অনুরোধও জানান এই সংক্রান্ত কোনও খবর যেন আর প্রকাশিত না হয়। অভিনেত্রীর আরও দাবি সেই ব্যক্তি জনপ্রিয়তা ও টাকার লোভেই সোনাক্ষীকে নিশানা করেছে। এই মুহূর্তে গোটা ঘটনাটি মুরাদাবাদ আদালতের অন্তর্গত হওয়ার কারণে এ নিয়ে আর কোনও কথা তিনি বলতে চান না বলেই জানিয়েছেন সোনাক্ষী। তিনি যোগ করেন, “ওই ব্যক্তির বিরুদ্ধে যথাযোগ্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি নিশ্চিত করে বলতে পারি আমার বিরুদ্ধে কোনও রকম পরোয়ানা জারি হয়নি।”
প্রসঙ্গত, দিন কয়েক আগে শোনা যায়, ৩৭ লক্ষ টাকার জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে অভিনেত্রীর। কারণ হিসেবে শোনা যায়, দিল্লিতে এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকার কথা দিয়ে পারিশ্রমিক বাবদ আগাম ৩৭ লক্ষ টানা নিয়েছিলেন সোনাক্ষী। কিন্তু অনুষ্ঠানের দিন নাকি তিনি উপস্থিত থাকেননি। এর পরেই ওই অনুষ্ঠানের উদ্যোক্তা প্রমোদ শর্মা নামক এক ব্যক্তি কাঠঘর থানায় সোনাক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিনেত্রীর বিরুদ্ধে আরও অভিযোগ ওঠে ওই ৩৭ লক্ষ টাকা নাকি ফেরত দিতেও অস্বীকার করেছেন তাঁর ম্যানেজার। যদিও অভিনেত্রীর দাবি এ সব কিছুই হয়নি।
বিগত বেশ কিছু ধরেই সোনাক্ষী আর সলমনের ‘বিয়ের খবর’-এ তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। সলমনের সঙ্গে তাঁর এক ফোটোশপড ছবি হঠাৎই ভাইরাল হয়ে যায়। রটে তাঁরা নাকি দুবাইতে গোপনে বিয়ে সেরেছেন। যদিও সোনাক্ষী এর প্রতিবাদ করে মুখ খোলেন। আসল ও নকল ছবির মধ্যে ফারাক করতে না পারায় ক্ষোভ উগরে দেন নেটিজেনদের একাংশের প্রতিও। এরই মধ্যে আইনি বিপাক। জল কতটা দূর গড়ায় এখন সেটাই দেখার।
আরও পড়ুন- Women’s Day 2022: শুভ্রকে প্রপোজ় করেছিলাম আমিই, শরীর পুড়লেও মন তো পোড়ে না: সঞ্চয়িতা যাদব