karan Johar Shocked: সামনে জ্বলছে চিতা, কেঁদে ভাসাচ্ছেন করিনা, দেখে কেন অবাক করণ?
Gossip: করণ জোহরের সঙ্গে তাঁর প্রথম কাজ কাভি খুশি কাভি গম ছবিতে। সেখানেই এতো বেশি স্টারকাস্ট দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছিলেন করিনা।
করণ জোহার, প্রথম থেকেই তাঁর বলিউডের প্রতিটা সেলেবের সঙ্গে সম্পর্কের গভীরতা তুঙ্গে। তা নিয়ে কোনও দ্বিমত নেই। তিনি শৈশব থেকেই বলিউডের অন্দরমহলের সঙ্গে পরিচিত। তাঁর সঙ্গে তাই প্রথম থেকেই পরিচিতি ছিল সকলেরই। কেরিয়ারের শুরু থেকেই তিনি অনেককে চেনেন। আবার অনেককে তিনি রীতিমত কেরিয়ার শুরু করতে দেখেছেন। যার মধ্যে অন্যতম হল করিনা কাপুর। করণ জোহরের সঙ্গে তাঁর প্রথম কাজ কাভি খুশি কাভি গম ছবিতে। সেখানেই এতো বেশি স্টারকাস্ট দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছিলেন করিনা। তার ফলে যা কাণ্ড ঘটিয়ে ছিলেন তিনি, তাতে রীতিমত অবাক হয়ে গিয়েছিলেন করণ জোহর।
‘কভি খুশি কভি গম’ ছবি যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, ছবিতে একটি দৃশ্য আছে, যেখানে শাহরুখ খানের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হয় তাঁর মায়ের। যে দৃশ্য দেখে শাহরুখের ভাই হৃত্বিক রোশনের চোখে জল। পাশে দাঁড়িয়ে তাঁর প্রেমিকা করিনা কাপুর। ফলে তিনিও আবেগঘন। এই দৃশ্য শুটের সময় হঠাৎ করে অ্যাকশন বলা মাত্রই হাউমাউ করে কেঁদে ভাসান করিনা। তা দেখে প্রথম এক মিনিট নিজেই হতবাক হয়ে গিয়েছিলেন করণ। কিছুক্ষণ পর কাট বলে তিনি করিনাকে প্রশ্ন করেছিলেন, না, ”তোমার ভাই, না তোমার মা-বাবা, ছবিতে তোমার প্রেমিকের পরিবারের ঘটনা দেখানো হচ্ছে, তাতে এতো কাঁদার কী আছে?”
শুনে করিনা কাপুর জানিয়ে ছিলেন, তিনি এত কাঁদছেন, কারণ, এখানে এত ভাল ভাল অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তাঁকে কেউ দেখবে না, তাই তিনি অভিনয় করার চেষ্টা করছেন। শুনে রীতিমত হেসেছিলেন করণ। এখানেই শেষ নয়। অপর এক দৃশ্য, যেখানে দেখানো হয়, একজন মারা গিয়েছেন, শাহরুখ, হৃত্বিক ও অমিতাভ বচ্চন একজনের মুখাগ্নি করছেন। সেখানেই পিছনে দাঁড়িয়ে কাঁদছেন, কাজল, জয়া ও করিনা। শুটিং যখন শেষ হয়ে যায়, তখন করিনা করণকে জিজ্ঞেস করেন, কে মারা গিয়েছে, যখন তিনি উত্তর পান অমিতাভের মান, তখন করিনা বলেন, ”এবাবা, তাহলে তো আমার এত কাঁদার দরকার ছিল না…।”