Viral Moni: বিয়ে পর্ব ইতি, এবার কাজে ফিরলেন নাগিন স্টার মৌনি, সমুদ্র সৈকত থেকে ছবি শেয়ার করতেই ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 20, 2022 | 1:49 PM

Mouni Roy: সমুদ্র সৈকতে ঝড় তুললেন মৌনি, নয়া ফ্যাশন স্টেটমেন্টে ভাইরাল বলিস্টার। দেখুন ছবি।

Viral Moni: বিয়ে পর্ব ইতি, এবার কাজে ফিরলেন নাগিন স্টার মৌনি, সমুদ্র সৈকত থেকে ছবি শেয়ার করতেই ভাইরাল

Follow Us

সদ্য বিয়ের পিঁড়িয়ে বসেছিলেন মৌনি রায়। দীর্ঘ দিনের প্রেম পর্বের ইতি ঘটিয়ে এবার সকলের মনের মাঝে জায়গা করা স্টারের সংসার করার পালা। তবে বি-টাউনের চিরাচরিত ধারনা ভেঙে সেলেবরা এখন চুটিয়ে কাজ করছেন। একটা সময় খোদ করিনা কাপুরই জানিয়েছিলেন, বি-টাউনের ধারনা মেয়েদের বিয়ে হয়ে গেলে তাঁদের কেরিয়ার শেষ হয়ে যায়। কিন্তু বাস্তব ছবিটা মোটেও এমন নয়। দুই সন্তানের মা হয়েও কাজ করছেন চুটিয়ে বেবো। অন্যদিকে ক্যাটরিনা কাইফও বিয়ে পর্ব সেরেই ফিরেছেন শুটিং সেটে। এবার পালা মৌনির। সময় নষ্ট করা নয়। করোনার কোপে কেরিয়ার থেকে নষ্ট হয়েছে দু-দুটি বছর। সেই খামতি মেটাতেই মরিয়া সকল স্টার।

সেই তালিকায় রয়েছেন মৌনি, বর্তমানে কাজের সূত্রেই শ্রীলঙ্কাতে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করতেই তা মুহূর্তে নজর কাড়ল। সমুদ্র সৈকতে বোল্ড সুকে ধরা দিলেন এই সেলেব স্টার। ঝড় তুললেন নিজের ফ্যাশন স্টেটমেন্টে। কখনও বিকিনিতে, কখনও আবার ব্যাকলেস ওয়ানপিসে। ঝড়ের গতীতে ভাইরাল হওয়া মৌনির এক একটি ছবি জুড়ে কেবলই লাইকের বন্যা। দোল উৎসব পালন করার পরই তিনি ফিরছেনে কাজে। তাঁর স্লিম ফিগারে সকলের মনে যে রোম্যান্সের রসদ যোগায় তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

জিরো ফিগার বলতে যা বোঝায়, এক কথায় মৌনি তারই অধিকারী। তবে এই নিয়ে ট্রোলের শিকারও হতে হয় তাঁকে। মাঝে মধ্যেই ভক্তমহল প্রশ্ন করে বসে, তিনি আদৌ কি কিছু খান! বা কেউ কেউ উপদেশ দিয়ে থাকেন, তিনি যেন একটু খাবার খান। তবে পারফেক্ট ফিগার নিয়ে মৌনি বেজায় খুশি। সব রকমের পোশাকে তিনি মানানসই। ওয়েস্টর্ন হোক বা সাবেকি লুকে শাড়ি, বিকিনি হোক বা জিন্স-টপ, ফ্যাশন স্টেটমেন্টে কোনো রকমের খামতি রাখতে নারাজ তিনি। আর ঠিক সেই কারণেই সমুদ্র সৈকত থেকে এবার ভাইরাল হয়ে উঠেল এই সেলেবস্টার।

আরও পড়ুন- Social Media Trolling: ‘দত্তক নেওয়া সন্তান কি ফেলনা!’ ট্রোলারদের কটাক্ষে নিশানায় সানি, দিলেন সপাট জবাব

আরও পড়ুন- Viral Image: ঠিক যেন যমজ, শাহরুখ-কাজলের সন্তানদের মধ্যে এ কোন মিল খুঁজে পেল নেটপাড়া

আরও পড়ুন- Bollywood Gossip: বি-টাউনের গসিপস্টার, সকলের সামনে রণবীরের পর্দা ফাঁস করলেন অনুষ্কা

Next Article