Viral Video: নীতুকে হাতেনাতে পেতেই প্রশ্ন, বিয়ে কবে! মেজাজ হারিয়ে এ কী বললেন রণবীরের মা

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 11, 2022 | 5:29 PM

Neetu Kapoor: বিয়ে ঘিরে কৌতুহল তুঙ্গে। কিন্তু কোথাও গিয়ে যেন সেই জল্পনাতে এবার জল ঢেলে দিলেন খোদ রণবীর কাপুরের মা নীতু কাপুর।

Viral Video: নীতুকে হাতেনাতে পেতেই প্রশ্ন, বিয়ে কবে! মেজাজ হারিয়ে এ কী বললেন রণবীরের মা

Follow Us

আলিয়া ভাট-রণবীর কাপুরের বিয়ে বলে কথা, কৌতুহলের পারদ তুঙ্গে উঠবে না বললে হয়! একের পর এক সেলেবের বিয়ে ঘিরে ঠিক যতটা মাতামাতি ছিল, সেই একি উন্মাদনার পারদ যে আলিয়া রণবীরের বেলাতেও থাকবে সেটাই বাস্তব, উল্টে জল্পনা হোক বা বিয়ে ঘিরে কৌতুহল চুরান্ত। কিন্তু কোথাও গিয়ে যেন সেই জল্পনাতে এবার জল ঢেলে দিলেন খোদ রণবীর কাপুরের মা নীতু কাপুর। বাড়ি সেজে উঠেছে আলোর রসনাইতে। ঝলমল করছে চতুর্দিক, তারই মাঝে কোথাও গিয়ে যেন বিয়ে নিয়ে কোনও কথাই বলতে নারাজ দুই পরিবার।

মুখে কুলুপ এঁটেছেন সকলেই। তবে হাতের নাগালে যখন পাওয়া গেল নীতু কাপুরকে, তখন প্রশ্ন না করে নিজেদের আটকাতে পারলেন না পাপরাজিৎরা। সপাট প্রশ্ন করে বসলেন কবে বিয়ে! এর আগে পর্যন্ত মেজাজ ভালই ছিল তাঁর। কিন্তু ভ্যানের ওঠার আগে তিনি প্রশ্ন শুনে ঘুরে দাঁড়ালেন, বললেন, ‘তাঁরা যবেই বিয়ে করুক আপনাকে কেন জানাবো, এটা তাঁদের ব্যপার’, তবে পাপরাজিৎরা এখানেই থেকে থাকলেন না, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তাঁরা বিয়ের সমস্ত খবরই জানা। সঠিক সময় পৌঁছেও যাবেন।

তখন হাঁসি মুখে নীতু কাপুর বললেন, কেউ আসুক না আসুক ইনি নিশ্চয় আসবেন। এই ভিডিয়ো-তেই এখন মজে রয়েছে ভক্তমহল। কেন বিয়ে নিয়ে কোনও কথাই বলছে না দুই পরিবার, কেই বা তা সম্পূর্ণ গোপনে রাখার চেষ্টা চলছে তা নিয়ে  এখনও জল্পনা তুঙ্গে। তবে বিয়ে যে হচ্ছে তা স্পষ্ট। সোমবার সকালেই বাড়িতে পৌঁছে যায় ডিজাইনার পোশাক। তবে এরই মাঝে সামনে উঠে আসা ভিডিয়ো ঘিরে জল্পনা তুঙ্গে। মজার মজার কমেন্টে ভরে উঠল ভিডিয়ো। কেউ লিখলেন, ‘তিনি হয়তো নিজেই জানেন না, তাই জানাবেন আর কি’! কেউ বললেন ‘ওঁনার থেকে শেখা উচিত’। আবার কারুর কথায়, ‘কেন তাঁকে একই প্রশ্ন বারে বারে করে বিরোক্ত করা হচ্ছে!’

আরও পড়ুন- Viral News: ‘চা বানাতে বানাতে যদি কেউ প্রধানমন্ত্রী হয়, নাচতে নাচতে আমি অভিনেত্রী হতে পারব না!’ বিস্ফোরক রাখী

আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড

আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা

Next Article